• রাতের অন্ধকারে চোর সন্দেহে প্রতিবেশী মহিলাকে কুড়ুলের কোপে খুন! চাঞ্চল্য বীরভূমে
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর ভেবে প্রতিবেশীর মাথায় কুড়লের আঘাত! তার জেরে ওই প্রতিবেশীর মৃত্যু! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে। পরে ওই ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত ওই মহিলার নাম জাসমিন বেগম।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থানার শালডাঙা এলাকার বাসিন্দা ছিলেন জাসমিন বেশরা নামে এক আদিবাসী মহিলা। গতকাল, সোমবার রাতের অন্ধকারে কোনও কারণে প্রতিবেশী সীতারাম হেমব্রমের বাড়ির উঠোনে গিয়েছিলেন তিনি। এদিকে রাতের অন্ধকারে বাড়িতে চোর এসেছে সন্দেহ করে কুড়ুল নিয়ে ঘর থেকে চুপিসাড়ে বেরিয়েছিলেন সীতারাম। কোনও কিছু বুঝে ওঠার আগেই কুড়ুল দিয়ে ওই মহিলার মাথায় সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার! পরে দেখা যায়, প্রতিবেশী জাসমিন বেগমই ‘খুন’ হয়েছেন। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রাও ঘটনাস্থলে গিয়ে আঁতকে ওঠেন।

    এরপর সীতারাম হেমব্রম নিজেই মহম্মদবাজার থানায় আত্মসমর্পণ করেন বলে খবর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, জাসমিন বেশরা মায়ের সঙ্গে থাকতেন। তাঁদের পাশের বাড়িতেই থাকেন সীতারাম। কিন্তু কী কারণে রাতের অন্ধকারে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন? সেই প্রশ্ন থাকছেই। ওই কুড়ুলটি উদ্ধার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার আমনদীপ বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)