• বিচ্ছেদে অবসাদ! প্রেমিকাকে ভিডিও কল করে ‘আত্মঘাতী’ যুবক
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদের জেরে গ্রাস করেছিল মানসিক অবসাদ। যার পরিণতি হল ভয়ংকর। প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার ফতেপুরে।

    জানা গিয়েছে, মৃত যুবকের নাম সহদেব ঘোষ। মা ও দাদার সঙ্গে ফতেপুরের বাড়িতে থাকতেন যুবক। উপার্জনের জন্য গাড়ি চালাতেন তিনি। সূত্রের খবর, বীরভূম জেলার লাভপুরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সহদেবের। বেশ কিছুদিন ধরেই দু’জনের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি নাকি সম্পর্ক থেকে বেরিয়ে যান তরুণী। সাফ জানিয়ে দেন, তিনি আর সহদেবকে বিয়ে করতে রাজি নন। যুবক হাজার চেষ্টা করলেও জোড়া লাগেনি সেই ভাঙা সম্পর্ক।

    সোমবার বাড়িতে একা ছিলেন সহদেব। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ফিরে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছে ছেলে! ঘরের কোনে চলছে মোবাইল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি, প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী হয়েছেন সহদেব। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক প্রতিবেশীর কথায়, “ছেলেটা খুব চুপচাপ ছিল, পরিশ্রমীও ছিল। ওর মধ্যে যে এমন কিছু চলছিল, কেউ বুঝতেই পারেনি।”
  • Link to this news (প্রতিদিন)