বিবাহবহির্ভূত সম্পর্কে টানাপোড়েন! প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে ‘খুন’, জালে বধূ
প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
অর্ণব দাস, বারাসত: ফোন করে ডেকে নিয়ে গিয়ে প্রেমিককে খুনের অভিযোগ। প্রেমিকাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গা থানার শ্বেতপুর গ্রামে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শরিফুল ইসলাম। গত সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাত গড়ালেও তিনি বাড়ি না ফেরার উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী। স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টাও করলেও লাভ হয়নি। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করা হয়। তাতেও লাভ হয়নি কিছুই। শেষে মঙ্গলবার সকালে শ্বেতপুর গ্রামের ভিতর একটি পার্কের পিছনের দিকে নগ্ন অবস্থায় শরিফুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাই তাঁকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান তদন্তকারীদের।
এই ঘটনার পিছনে উঠে এসেছে পরকীয়ার তত্ত্ব। সূত্রের খবর, গ্রামের বাসিন্দা ইসমত আরার সঙ্গে বেশ কয়েকমাস আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন শরিফুল। ইদানিং তাঁদের সম্পর্কের অবনতি হয়। প্রাথমিকতদন্তে জানা গিয়েছে, সেই অশান্তির কারণেই প্রাণ গেল শরিফুলের। পুলিশ সূত্রে খবর, প্রেমিকাই নাকি ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল শরিফুলকে। তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।