‘বিষাক্ত’ কাফ সিরাপ খেয়ে মৃত্যু হলো আরও ৩ শিশুর। মঙ্গলবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার ঘটনা। তিন শিশুকেই কোল্ডরিফ কাফ সিরাপ দেওয়া হয়েছিল। তাদের বয়স ২ থেকে ৩ বছর। এই নিয়ে মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯।
উল্লেখ্য, শনিবারই মধ্যপ্রদেশে কোল্ডরিফ কাফ সিরাপ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তার পরেও কী ভাবে তা বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃত শিশুদের পরিবারের অভিযোগ, স্থানীয় চিকিৎসকের পরামর্শে সিরাপ খাওয়ানোর পরেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যু হয় তিন শিশুর।
বিতর্কিত কোল্ডরিফ কাফ সিরাপ পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছিল। রিপোর্টে দেখা গিয়েছে, সিরাপে ডাইথিলিন গ্লাইকল (DEG) নামে ক্ষতিকর রাসায়নিক রয়েছে। যা শরীরে গেলে কিডনি বিকল হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
রাজ্য সরকার ইতিমধ্যেই দুই জন ওষুধ পরিদর্শক, FDA-এর এক উপ-পরিচালককে সাসপেন্ড করেছে। একই সঙ্গে বদলি করা হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলারকেও। ঘটনার তদন্ত শুরু করেছে SIT। কোল্ডরিফ সিরাপ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরালা-সহ একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে কোল্ডরিফ কাফ সিরাপ।
কাফ সিরাপকাণ্ডে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে প্রবীণ সোনি নামে এক শিশু বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত শিশুদের অধিকাংশের চিকিৎসা করেছিলেন তিনিই। সোনিই অসুস্থ শিশুদের ওই ‘কোল্ডরিফ’ সিরাপ খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ।