• রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, SIR নিয়ে তৎপরতা?
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • সবে দুর্গাপুজো মিটলেও এখনও উৎসবের আমেজ থেকে বেরোয়নি বাঙালি। সামনেই কালীপুজো, ভাইফোঁটা। কিন্তু এরই মধ্যে ভোট প্রস্তুতিও শুরু বঙ্গে? সবকিছু ঠিক থাকলে বুধবার, ৮ অক্টোবর বাংলায় আসছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের পদস্থ আধিকারিকরা। আর এই সফরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলাশাসক এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন তাঁরা, জানা গিয়েছে এমনটাই।  কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার শহরে এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। এ ছাড়াও এসডিও, ইআরও-র মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরাও এই বৈঠকে থাকতে পারেন। 

    সূত্রের খবর, জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা থেকে শুরু করে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের নিযুক্তি, প্রশিক্ষণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এই প্রতিনিধি দল বাংলা থেকে ফিরে গিয়ে একটি বিশেষ রিপোর্ট জমা দেবেন মুখ‌্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, জানা গিয়েছে এমনটাই।

    বিহারের এসআইআর নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। বাংলাতেও নির্বাচন কমিশন একই পদক্ষেপ করতে পারে, এই আভাস পাওয়ার পর থেকেই তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। সবমিলিয়ে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বাংলায় আসা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, দাবি ওয়াকিবহাল মহলের। 

    ’২৬-এ বঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক ভাবে সংগঠন সাজাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলিই। তার মধ্যে কমিশনের তৎপরতাও যে তুঙ্গে, তা স্পষ্ট, মনে করছে ওয়াকিবহাল মহল। 

  • Link to this news (এই সময়)