• উপাচার্য নিয়োগ: জট কাটাতে রাজ্য ও রাজ্যপালকে আলোচনার পরামর্শ
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • ­নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলায় জট কাটাতে দেশের অ্যার্টনি জেনারেল আর বেঙ্কটরামানির বাড়িতে রাজ্য-রা‌জ্যপালের প্রতিনিধিদের আলোচনায় বসার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সেখানে সমাধান না হলে আগামী ১৫ অক্টোবর বিচারপতিরা তাঁদের চেম্বারে মামলার শুনানি করবেন বলেই মঙ্গলবার জানিয়ে দিলেন বিচারপতি সূর্য কান্ত। এদিন ‘উল্লেখপর্বে’ উপাচার্য নিয়োগ মামলার নির্দেশে সামান্য শুদ্ধকরণের (ক্ল্যারিফিকেশন) জন্য আবেদন করেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আইনজীবী জয়দীপ মজুমদার। 

    তখনই বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নামে রাজ্য-রাজ্যপাল সহমত। বাকি ১১টির জট কাটাতে ১৫ অক্টোবর দুপুর দুটোয় চেম্বারে শুনানি হবে। তবে তার আগে উভয়পক্ষ এজির বাড়িতে বসে একবার আলোচনা করে নিন। 

    রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের জট ২০২৩ সাল থেকে। তারই মধ্যে ১৯টিতে কিছুদিন আগে নিয়োগ হয়েছে। রাজ্য-রাজভবন সহমত ছিল উপাচার্যর নামে। বাকি ১৭টি নিয়ে চলছে মতান্তর। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের সভাপতিত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি যে নাম প্রস্তাব করেছে, তার মধ্যে আরও ছটিতে দু’পক্ষ সহমত হয়েছে। বাকি ১১ টির মধ্যে ছ’টিতে আপত্তি রাজ্যপালের। পাঁচটিতে রাজ্যের। 

    অন্যদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছিল আর জি কর মামলা। বিচারপতি এম এম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে ডাক্তারদের পক্ষে আইনজীবী করুণা নন্দী বলেন, সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে। তা সত্ত্বেও কলকাতা পুলিস ডাক্তারদের হেনস্তা করছে। তাই এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ দেওয়া উচিত। বিচারপতি সুন্দরেশ জানান, আপনি বিষয়টি উত্থাপন করে ভালো করেছেন। তবে অন্য মামলার দীর্ঘ শুনানি রয়েছে। আর জি কর শোনা সম্ভব নয়। নভেম্বর মাসে শুনব। চলতি মাসেই শুনানির জন্য ডাক্তারদের পক্ষে আ‌঩বেদন করা হলেও আদালত জানিয়ে দেয়, সময় নেই। নভেম্বরের গোড়াতেই হবে শুনানি।  
  • Link to this news (বর্তমান)