• বিহার নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন গায়িকা মৈথিলি!
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • পাটনা: মৈথিলি ঠাকুর। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ইউটিউব। তাঁর ভক্তের সংখ্যা অনেক। কখনও শাস্ত্রীয় সংগীত, কখনও আবার লোকগান গেয়ে মন জিতেছেন লক্ষ লক্ষ মানুষের। গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও পুরস্কার পেয়েছিলেন তিনি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময় মা শবরীকে নিয়ে গাওয়া মৈথিলির গানের প্রশংসাও করেছিলেন মোদি। সব ঠিক থাকলে এবার বিহার বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চলেছেন জনপ্রিয় এই গায়িকা। রবিবার দিল্লিতে বিহার বিজেপির ইনচার্জ বিনোদ তাওড়ে ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মৈথিলি ঠাকুর ও তাঁর বাবা। ইতিমধ্যেই সেই ছবি শেয়ার করেছেন বিনোদ তাওড়ে। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, মধুবনী বা দ্বারভাঙা আসন থেকে মৈথিলিকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। সমালোচকদের একাংশের কথায়, একদিকে ঘরের মেয়ের ‘ভিকটিম কার্ড’ আর অন্যদিকে মৈথিলির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মিথিলাঞ্চলে মাস্টারস্ট্রোক দিতে পারে বিজেপি।  

    এদিন এক্স হ্যান্ডলে মৈথিলির সঙ্গে ছবি শেয়ার করে তাওড়ে লেখেন, ১৯৯৫ সালে বিহারে ‘লালুরাজ’ আসার পর যে পরিবার বিহার ছেড়ে চলে গিয়েছিল, সেই পরিবারের মেয়ে মৈথিলি বিহারে ফিরতে চাইছেন। তারপরই রীতিমতো সাড়া পড়ে যায়। জানা গিয়েছে, রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ইনচার্জ বিনোদ তাওড়ের সঙ্গে বিহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মৈথিলির। বিজেপি নেতৃত্ব তাঁকে বিহারবাসীর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। যদিও মৈথিলির কথায়, এখনও তেমন কিছু ঠিক হয়নি। তবে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমার রাজ্য-অঞ্চলের জন্য কাজ করব। মোদিজি আমার কাছে অনুপ্রেরণা। তাঁর অধীনে কাজ করতে পারলে ভালো লাগবে। মৈথিলি মূলত মিথিলা অঞ্চলের। তাঁর মা মধুবনীর বাসিন্দা। বাবার বাড়ি ছিল দ্বারভাঙায়। 
  • Link to this news (বর্তমান)