‘আরও বেশি পরিশ্রম করে যাব’ অবসরের জল্পনায় ইতি টানলেন মোদি
বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার অবসান আগেই হয়েছে। কারণ, ১৭ সেপ্টেম্বর তাঁর ৭৫ তম বয়স হয়ে যাওয়ার আগে বা পরে তাঁর অবসরগ্রহণ নিয়ে তিনি কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনওরকম মন্তব্যই করা হয়নি। কিন্তু তবু একটি বিষয়ে নীরবতা রয়েই গিয়েছিল। নরেন্দ্র মোদি কি তৃতীয় টার্ম সম্পূর্ণ করবেন? নাকি মাঝপথে ছেড়ে দেবেন কোনও একটি সময়ে? অবশেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে, অবসরের প্রশ্নই নেই। তিনি আগামীদিনেও সমানভাবেই কাজ করে যাবেন। বিকশিত ভারত গঠনের স্বপ্ন পূরণে ভবিষ্যতে আরও বেশি করে কাজ করবেন বলে তিনি জানিয়ে দিলেন।
২০৪৭ সালের মধ্যে ভারত হবে বিকশিত ভারত। অর্থাৎ আর্থিকভাবে উন্নত দেশ। মোদি ও তাঁর সরকার এই সময়সীমা ধার্য করেছে। এদিন মোদির মন্তব্যে স্পষ্ট, তিনি কোনও একটি নির্দিষ্ট সময়সীমাকে সামনে রাখছেন না অবসরের। আর এদিন ‘আরও বেশি পরিশ্রম করব আগামী দিনে’ বলার মাধ্যমে বার্তা দিলেন যে, তিনি সমানভাবে এখনও কাজ করে যাওয়ার মতো জীবনশক্তি ও ক্ষমতা রাখেন। মঙ্গলবার ছিল মোদির সরকারের প্রধান হিসেবে থাকার সুবর্ণজয়ন্তী পূর্তি। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা ২৫ বছর থাকার রেকর্ড করেছেন তিনি। ২০০১ সালের ৭ অক্টোবর তিনি প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। সেই থেকে একটানা জয়ী হয়েছেন রাজ্যের ভোটে। তারপর ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে আসীন। মোদি এই সংসদীয় ব্যবস্থায় সরকারের প্রধান থাকার ২৫ বছর উপলক্ষে দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এই বিবৃতিতেই তিনি বলেছেন, সংবিধানের নিরন্তর নির্দেশিকা অনুসরণ করে আমি আগামীদিনে আরও বেশি করে পরিশ্রম করব। আমাদের সকলের স্বপ্নের বিকশিত ভারত বাস্তবায়িত করতে আমার কাজ চলবে।
মোদি বলেছেন, বিগত ১১ বছরে নারী, যুবা ও অন্নদাতা কৃষকরা ভারতকে উচ্চতম মাত্রায় পৌঁছে দিয়েছেন। আমরা ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে কাজ করছি। এবার আমাদের নবতম স্লোগান-‘গর্বসে কহো ইয়ে স্বদেশি হ্যায়’। মোদি এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি দিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের। আর এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন তাঁর অবসর জল্পনায় ইতি টানার ক্ষণ হিসেবে। স্বল্প বাক্যে তিনি এই বার্তা দিয়েছেন সবথেকে বেশি নিজের দলকেই।