• বিহার ভোটে প্রার্থী বাছতে আজ বৈঠক কংগ্রেসের
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৬ এবং ১১ নভেম্বর দু’ দফার ভোট। তাই এবার প্রার্থী বাছাইয়ে নামল কংগ্রেস। আজ বুধবার বসছে দলের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক। সূত্রে খবর, লোকসভা নির্বাচনে দিল্লি থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে হেরে গেলেও দলের যুব নেতা কানহাইয়া কুমারকে বিহার বিধানসভায় প্রার্থী করা হবে। একইসঙ্গে বিজেপি বিরোধী জোটের জয়ের ল঩ক্ষ্যে সংখ্যালঘু জনপ্রিয় নেতা আসাদউদ্দিন ওয়েসির দল এআইএমএমকেও মহাজোটে শামিল করার চেষ্টা চলছে। যদিও কংগ্রেস এবং আরজেডির একাংশর আপত্তি রয়েছে। তবে বিহারে দুই দলেরই নীচু তলার কর্মীদের একাংশ জানিয়েছে, মুসলমান ভোট যাতে কোনওভাবেই ভাগাভাগি না হয়, তারই লক্ষ্যে ওয়েসির দলকে যদি কয়েকটি আসন ছাড়া যায়, তাহলে মহাজোটের লাভই হবে। 

    একইভাবে লালুপ্রসাদের দল আরজেডিও আগের চেয়ে নরম হয়েছে। তারাও বাম দল সহ রামবিলাস পাসোয়ানের ভাই পারস পাসোয়ানের দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং মুকেশ সাহনির ভিআই পার্টিকে আসন ছাড়বে। জোটের স্বার্থে কংগ্রেস গতবার যেসব আসনে লড়েছিল তার মধ্যে থেকে কয়েকটি আরজেডিকে ছেড়ে দেবে বলেই জানা গিয়েছে। 

    কারা হবেন দলের প্রার্থী, সেই নাম ঠিক করতে আজ মল্লিকার্জুন খাড়্গের সভাপতিত্বে হবে বৈঠক। রাহুল গান্ধী বিদেশে। তাই তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। বাকি বৈঠকে উপস্থিত থাকবেন এআইসিসির পক্ষে বিহারের ইনচার্জ কৃষ্ণ আলাভারু সহ তিন মূল পর্যবেক্ষক অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং অধীররঞ্জন চৌধুরী।
  • Link to this news (বর্তমান)