• জলদাপাড়ায় কবে চালু হবে সাফারি? অপেক্ষায় পর্যটকরা
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • রবিন রায়, আলিপুরদুয়ার: বিপর্যস্ত একশৃঙ্গ গণ্ডারের আবাসস্থল জলদাপাড়া। সেখানে বন্ধ হাতি ও কার সাফারি। ফলে হতাশ পর্যটকরা। জলদাপাড়ায় কবে থেকে ফের চালু হবে সাফারি,তার অপেক্ষায় ভ্রমণপিপাসুরা। সাফারি কবে থেকে চালু হবে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন বনদপ্তরের কর্তারাও। এদিকে পুরোপুরি ছন্দে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। মঙ্গলবার থেকে বক্সায় কার সাফারিও চালু হয়েছে। তারই সুযোগ নিতে জলদাপাড়ায় বেড়াতে আসা পর্যটকদের একাংশ এখন বক্সার জঙ্গলমুখী হচ্ছেন।

    জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে তিনটি সেতু ভেঙেছে। আরও গোটাছয়েক সেতু দুর্বল হয়ে পড়েছে। জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, জঙ্গলের ভিতরে পলি আর কাদামাটি থাকায় পর্যটকদের জলদাপাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে হাতি ও কার সাফারি।

    রবিবারের বন্যায় বক্সার জঙ্গলে তেমন ক্ষতি হয়নি। ভুটানের জল এখানে তেমন বিপদ ডেকে আনেনি। তবে রাস্তা বেহাল থাকায় বক্সায় দু’দিন কার সাফারি বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার থেকে রাজাভাতখাওয়া ও জয়ন্তী থেকে ফের সেই সাফারি চালু হয়েছে। সেজন্য জলদাপাড়ায় বেড়াতে আসা পর্যটকদের একাংশ এখন ভিড় জমাচ্ছেন বক্সার জঙ্গলে।

    বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, জঙ্গলের ভিতরে ইন্সপেকশনের পর মঙ্গলবার থেকে কার সাফারি চালু করা হয়েছে। জলদাপাড়া থেকে প্রচুর পর্যটক বক্সায় ডে ভিজিটে আসছেন। জলদাপাড়ার পর্যটকদের একাংশ এসে কার সাফারি করছেন। বক্সায় পর্যটকদের ভ্রমণের অসুবিধা নেই।

    সারাদিন বক্সায় ঘুরে ও কার সাফারি করে ফের রাত্রিবাসের জন্য জলদাপাড়ায় বুক করা লজ বা হোমস্টেতে ফিরে যাচ্ছেন অনেক পর্যটক। আবার জলদাপাড়া থেকে কেউ কেউ বক্সায় এসে নতুন করে হোমস্টে বা লজ বুকিং করেও থাকছেন। বনদপ্তর ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, বক্সায় ঘুরতে কোনও অসুবিধা নেই। জয়ন্তী, রায়মাটাং, বক্সা ফোর্ট, ভুটানঘাট, হাতিপোতা, রাজাভাতখাওয়া ও বক্সা পাহাড়ের মতো পরিচিত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা দিব্যি ঘোরাফেরা করছেন। জয়ন্তী ও রাজাভাতখাওয়ায় কার সাফারিতেও ভিড় বাড়ছে। কলকাতা থেকে বেড়াতে সপরিবার জলদাপাড়ায় এসেছেন সুনির্মল সরকার। বলেন, জলদাপাড়া বন্ধ থাকায় মঙ্গলবার বক্সায় এসে কার সাফারি করলাম। এদিন গঙ্গারামপুরের কয়েকজন পর্যটক বক্সায় কার সাফারি করে বিকেলে ফের জলদাপাড়ায় ফিরে গিয়েছেন।  বক্সায় পর্যটকরা। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)