• ঘুরপথে চলবে বেশকিছু ট্রেন
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: গত শনিবারের প্রবল বৃষ্টিতে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। বিভিন্ন জায়গায় রেলপথেও জল উঠে গিয়েছে। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন অব্যাহত। আজ, বুধবারও বেশকিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

    ৮ অক্টোবর যাত্রা শুরু করা নিম্নলিখিত ট্রেনগুলি পরিবর্তিত রুটে চলবে: ১৩১৪২নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪৮ বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৫০৫ কমাখ্যা–আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস, ১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, ২২৪৪৯ গুয়াহাটি–নিউ দিল্লি এক্সপ্রেস, ১৫৬৬৮ কমাখ্যা–গান্ধীধাম এক্সপ্রেস, ১২৫৫২ কামাখ্যা– এসএমভিটি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬৫৩ গুয়াহাটি –জম্মু তাওয়াই অমরনাথ এক্সপ্রেস, ২২২২৮ গুয়াহাটি– নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, ১৫৬৫৮ কামাখ্যা–দিল্লি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও  ১৫৯৪৬ ডিব্রুগড়–লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস।
  • Link to this news (বর্তমান)