কং নেতাকে গাড়ি চাপা দিয়ে খুন! অভিযুক্ত দলেরই কর্মী, তৃণমূল কংগ্রেসের দুই নেতা সহ জখম চার
বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পুরনো শত্রুতার জেরে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে গাড়িতে পিষে খুন করার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় দুই তৃণমূল নেতা সহ চার জন গুরুতর জখম হয়েছেন। সকলেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে গ্ৰেফতার করেছে। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কনুয়া ভবানীপুরের বাসিন্দা নরেন্দ্রনাথ সাহার (৪৫)। তিনি কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। এছাড়াও পেশায় ছিলেন চাঁচল মহকুমা আদালতের আইনজীবী। জখম হয়েছেন তৃণমূল নেতা চন্দ্রশেখর সাহা ও শশাঙ্ক সাহা। জখম অপর দু’জন হলেন পুলক সাহা ও মনোজ কুমার দাস। সকলেরই বাড়ি কনুয়া ভবানীপুরে। ইচ্ছাকৃত ভাবে গাড়ি দিয়ে পিষে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা তথা কংগ্রেস কর্মী বিপদ মণ্ডলের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে স্থানীয় ক্লাবে বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। পুরনো বিষয় নিয়ে নরেন্দ্রনাথের সঙ্গে বিপদের বচসা ও গন্ডগোল হয়। এরপর নরেন্দ্রনাথ বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে পাঁচ বন্ধু মিলে দু’টি বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎ করেই বিপদ দ্রুতগতিতে স্করপিও গাড়ি নিয়ে এসে তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কংগ্রেস নেতা নরেনের। জখমদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদহ, রায়গঞ্জ ও শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মৃতের স্ত্রী মঞ্জু সাহা বলেন, পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। এর পূর্বে একাধিকবার স্বামীকে খুনের হুমকি দিয়েছে বিপদ। বাংলা আবাস যোজনার ঘর নিয়ে স্বামীর সঙ্গে বিপদের তুমুল ঝগড়াও হয়েছিল। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মুস্তাক আলম বলেন, মর্মান্তিক ঘটনা। পরিকল্পনা করেই নরেনকে খুন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি।
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিহত নরেন্দ্রনাথ সাহা।