• আরও কয়েকটি দোকানের উপর নজর পুলিশের, দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার হতেই কম দামে সোনার গয়না বিক্রির রহস্য ফাঁস
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: বাজার দরের থেকে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় তিন-চার হাজার টাকা কম। তা নিয়ে অনেক দিন থেকেই সাধারণ মানুষের সন্দেহ ছিল। সোমবার দাসপুর থানার খুকুড়দহ থেকে চোরাই সোনা জলের দামে কেনার অভিযোগে দোকানের মালিক গ্রেপ্তার হতেই রহস্য ফাঁস হল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর বেশ কিছু সোনার দোকানের উপর আমাদের নজর রয়েছে।

    অভিযোগ, দাসপুরের খুকুরদহের দেবাশিস সামন্ত তার দোকানে বাজার মূল্য থেকে প্রতি ১০ গ্রাম সোনার গয়নার দাম তিন-চার হাজার টাকা পর্যন্ত কম নিত। ঘাটাল মহকুমার প্রতিষ্ঠিত সোনার দোকানের মালিকরা জানান, চোরাই সোনা না কিনলে অত কম দামে সোনার গয়না বিক্রি করা সম্ভব নয়। পুলিশও বিষয়টি নিয়ে সহমত প্রকাশ করেছে। দাসপুর থানার এক সাব ইন্সপেক্টর  বলেন, প্রত্যেক দিন খুকুড়দহর ওই সোনার দোকানে ফাস্ট ফুড দোকানের মতো ভিড় লেগে থাকত। ওই দোকান মালিক এত কম দামে সোনার গয়না বিক্রি করায় পুলিশেরও সন্দেহ হতো। এখন সন্দেহের অবসান হয়েছে।

    প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর তমলুক থানার মিলননগরের স্বর্ণ ব্যবসায়ী পূর্ণ অধিকারীর দোকানে ডাকাতি হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডাকাতি হওয়া সোনা জলের দামে কিনেছিল দাসপুর থানার খুকুড়দহের সোনার দোকানের মালিক দেবাশিস সামন্ত। দেবাশিসের বাড়ি দাসপুর থানারই হরেকৃষ্ণপুরে। দাসপুর থানা ও তমলুক থানার পুলিশ অভিযান চালিয়ে দেবাশিসের দোকান থেকে ডাকাতি হওয়া সোনা উদ্ধার করে। দেবাশিস গ্রেপ্তার হওয়ার খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। প্রত্যেকেরই প্রশ্ন, এই ধরনের সোনা কেনার সঙ্গে যুক্ত ছিল বলেই হয়তো অন্যান্য দোকানের থেকে অনেক কম দামে সোনার গয়না বিক্রি করছিল।

    দাসপুর গঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, প্রতিষ্ঠিত এবং পুরানো সোনার দোকানগুলি যেখানে বাজার মূল্যের থেকে সোনার দাম কমাতে হিমশিম খচ্ছে। সেখানে দেবাশিস সহ ঘাটাল মহকুমার বেশকিছু সোনার দোকানের মালিক বাজার দরের চেয়ে প্রতি দশ গ্রাম সোনার গয়না আড়াই হাজার টাকা কম দামে বিক্রি করছে। শুধু তাই নয়, প্রতি ১০ গ্রাম সোনার গয়না কেনার পর দামের ছাড়ের পাশাপাশি থাকে উপহার। 

    দেবাশিস চোরাই সোনা জলের দামে কেনার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে মহকুমা জুড়ে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দেবাশিস নয়, ঘাটাল মহকুমার আরও কয়েকটি সোনার দোকানের মালিক অস্বাভাবিক কম দামে সোনার গয়না বিক্রির পাশাপাশি কয়েক হাজার টাকার উপহারও দিচ্ছে। ঘাটাল শহরের স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মণ্ডল, জিতেন্দ্রনাথ হাইত বলেন, সঠিক পথে সোনা কেনাবেচা করলে বাজার দরের থেকে কম দামে সোনার গয়না বিক্রি করা সম্ভব নয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)