নিজস্ব প্রতিনিধি, বরানগর: আড়িয়াদহে ফের জয়ন্ত সিংয়ের দলবলের দাপট বাড়ছে। এবার জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল মালিক ও তার এক বন্ধুর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, রাহুল তার মামাশ্বশুরকে মারধর করেছে। সিসি ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত রাহুল মালিককে গ্রেফতার করেছে। যদিও ধৃত এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
আড়িয়াদহের বাসিন্দা সঞ্জীব মান্না। সঞ্জীববাবুর ভাগ্নিকে প্রেম করে বিয়ে করেছে রাহুল মালিক। রাহুল জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এলাকায় জয়ন্ত বাহিনী যে দাপট দেখাত সেখানে রাহুল ও তার বন্ধুদের দেখা যেত বলে অভিযোগ। সঞ্জীববাবুর ভাগ্নির সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে ওই যুবতী বাড়ির অমতে রাহুলকে বিয়ে করেন। এনিয়ে দুই পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল। সোমবার সঞ্জীববাবু ভাগ্নির সঙ্গে ফোনে কথা বলেছিল। তাঁদের মধ্যে তপ্ত কথাও হয়। সোমবার রাতে কামারহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিন্ধবাসিনীতলা এলাকায় খাবার আনতে গিয়েছিলেন সঞ্জীববাবু। সেখানে রাহুল দলবল নিয়ে দাঁড়িয়েছিল। অভিযোগ, সঞ্জীববাবুকে দেখে রাহুল দলবল নিয়ে হামলা চালায়। তাঁকে সাইকেল থেকে রাস্তায় ফেলে কাঠের বাটাম ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় অভিযোগ। তাঁর পাঁজরে গুরুতর আঘাত লেগেছে। সঞ্জীববাবুকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই সঞ্জীববাবুর পরিবার দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে রাহুলকে গ্রেফতার করে।