জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক, উন্নয়নের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ
বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বছর ঘুরলেই রাজ্যজুড়ে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে জেলার উন্নয়নের কাজে গতি আনতে মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক হল। আগামী মার্চের মধ্যে জেলার অসমাপ্ত উন্নয়নের কাজ শেষ করার জন্য এদিন বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে কর্মাধ্যক্ষদের। উন্নয়নের পাশাপাশি এসআইআর নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সভাধিপতি নারায়ণ গোস্বামী, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ।
বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারে বুথভিত্তিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বুথপিছু উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলা পরিষদের মাধ্যমে জেলা জুড়ে রাস্তা সংস্কার থেকে নতুন রাস্তা তৈরি, নিকাশিনালা সংস্কার, আলো, পানীয় জল সহ জেলা পরিষদের অধীনে থাকা বাজারের পরিকাঠামোগত উন্নয়নের কাজও শুরু হয়েছে। কিন্তু উন্নয়নের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়। এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, কেন্দ্রের ১৫ অর্থ কমিশনের টাকা এখনও পাওয়া যায়নি। সেই অর্থ না পেলেও অসমাপ্ত কাজ কীভাবে দ্রুত শেষ করা যায়, তা নিয়েই কর্মাধ্যক্ষদের সঙ্গে বৈঠক হয়েছে। সভাধিপতি নারায়ণবাবু বলেন, এবার বর্ষা খুব বেশি হয়েছে। ফলে বৃষ্টির জলে বহু রাস্তা ভেঙে গিয়েছে। বারাসত ও বসিরহাটে যে কাজের ফান্ড রয়েছে, তা দ্রুত শেষ করার জন্য কর্মাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।