নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজো উপলক্ষ্যে সাজসাজ রব বারাসত ও মধ্যমগ্রামে। জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। মঙ্গলবার বারাসতের মণ্ডপগুলিতে নিরাপত্তা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখলেন বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া। ছিলেন বারাসত জেলা পুলিশের অতিরিক্ত সুপার (জোনাল) অতীশ বিশ্বাস, এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত সহ অন্যরা। বারাসতের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কেএনসি রেজিমেন্ট, সন্ধানী, নবপল্লি আমরা সবাই, নবপল্লি সর্বজনীন, পাইওনিয়ার। এদিন সেই সমস্ত মণ্ডপই পরিদর্শন করেন পুলিশকর্তারা। সরকারি নিয়ম মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কি না, দর্শনার্থীদের প্রবেশ ও বাইরে যাওয়ার পথ কেমনভাবে তৈরি হয়েছে ইত্যাদি দিকগুলি খতিয়ে দেখেন পুলিশকর্তারা। পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গেও আলোচনা করেন। বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, পার্কিং, ট্রাফিক, জনসমাগম সহ মণ্ডপ লাগোয়া বাসিন্দাদের যাতায়াত নিয়ে গতবার সমস্যা হয়েছিল। সেইজন্যই এবার আগে থেকে মণ্ডপে প্রবেশ-বাহির পথ, মণ্ডপ লাগোয়া কোথায় স্টল হবে, তা খতিয়ে দেখা হল। পুলিশ সুপারের কথায়, জাতীয় সড়কে কোনও স্টল বসানো যাবে না। আর ওভারহেড গেটের বদলে এল গেট করতে হবে কমিটিকে। এছাড়া ভিড় সামাল দিতে ব্যারিকেড করার কথা পুজো কমিটিকে জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর কালীপুজোর কো-অর্ডিনেশন বৈঠক হবে। সেখানেই সব বিস্তারিত বলা হবে। -নিজস্ব চিত্র