সংবাদদাতা, বসিরহাট: লক্ষ্মী যেমন সংসারের ধন-সম্পদ এবং শান্তি রক্ষা করেন। তেমনভাবে একটি পোষ্য বিড়ালও বিপদে-আপদে পাশে থাকে একটি পরিবারের। এ বিশ্বাসে হিঙ্গলগঞ্জের একটি বাড়িতে লক্ষ্মীপুজোর দিন হল বিড়াল পুজোও। গৃহকর্ত্রীর বক্তব্য, এই অনন্য ঘটনা শুধু ধর্মীয় ভক্তি নয়, পোষ্য প্রাণী ও মানুষের মধ্যে স্নেহ ও দায়িত্ববোধের দৃষ্টান্তও।
হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের আমবেড়িয়ায় এই ঘটনা ঘটেছে। ওই পরিবারের সদস্য পারুল জেদ্দার নিজের বাড়িতে করেছেন এই ব্যতিক্রমী আয়োজন। লক্ষ্মীর আরাধনা শুধু নয়, পুজো পেয়েছে তাদের পোষ্য বিড়ালটিও। আমবেড়িয়ার এই ঘটনা স্থানীয় সমাজে পোষ্যকে সম্মান প্রদানে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকের মত। পারুলদেবী বলেন, ‘সমাজে আমাদের ছোট ছোট উদাহরণগুলোই বড় বার্তা পৌঁছে দিতে পারে। শুধুমাত্র মানুষ নয় প্রাণীদেরও আমাদের ভালোবাসা ও সম্মান দরকার।’
অন্যদিকে সান্ডালার বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় কোজাগরী লক্ষ্মীপুজো কাঞ্চনপুর মাতৃ শক্তি মহিলাদের পরিচালনায় শুরু হল বুধবার। এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। পুজো উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান চলে পাঁচ দিন ধরে। নাটক, কাছি টানাটানি (মহিলাদের) ইত্যাদি হয়। পুজোর উদ্যোক্তা নমিতা মণ্ডল বলেন, আমাদের পুজো সপ্তম বছরে পড়েছে। এই পুজো আগামী দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নানাভাবে সাহায্য করবে।-নিজস্ব চিত্র