বুধবারই আগরতলায় যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ দিন সকালে আগরতলায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে সায়নী ঘোষ বলেন, ‘খগেন মুর্মুর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক নয়। কিন্তু কেউ যদি ফটোশুট করতে যান, তা হলে তাঁকে জনরোষের মুখে পড়তে হবে। তৃণমূল কাউকে ভয় পায় না। পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র কোনও বিজেপি শাসিত রাজ্যে নেই।’
নাগরাকাটায় বিজেপি-র সাংসদ এবং বিধায়ক আক্রান্ত হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূলের রাজ্য দপ্তর ভাঙচুর চলে৷ এই ঘটনায় বুধবারই আগরতলায় যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ দিন সকালে আগরতলায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে কুণাল ঘোষ বলেন, ‘নাগরাকোটার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বাংলায় কথা বললে বাংলাদেশী বলে পুশব্যাক। আগেরবারও ত্রিপুরায় ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। ত্রিপুরায় যাওয়ার আগে হুমকি দেওয়া হচ্ছে।’
বুধবার বায়ু সেনা দিবস। এ দিন সকালে সকল বিমান যোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মালয়ালম সুপারস্টার মামুট্টির ছবি প্রযোজনা সংস্থায় তল্লাশি ইডির। মামুট্টির এই প্রযোজনা সংস্থাটি চেন্নাইয়ে রয়েছে। বুধবার সেখানেই ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।
দু’দিনের সফরে মহারাষ্ট্রে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এবং মুম্বই মেট্রো লাইন-৩-এর উদ্বোধন করবেন। বুধবার নবি মুম্বই পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী নব নির্মিত নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখবেন।
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা সে ভাবে নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলপ্রদেশের বিলাসপুরে ভয়াবহ ধসের নীচে চাপা পড়ে একটি বেসরকারি বাস। মঙ্গলবারের সেই ঘটনার পরে বুধবার সকালে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ, করম সিং বলেন, ‘ওই বাসে ১৮ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। আরও একজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। আমরা সেই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাব।’