• বৃষ্টি কমে বাতাসে ‘হিমের পরশ’ লাগবে কবে? খবর দিল আবহাওয়া দপ্তর
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • একের পর এক নিম্নচাপ-ঘূর্ণাবর্তের প্রকোপ কাটিয়ে অবশেষে স্বস্তি। বৃষ্টির পরিমাণ কিছুটা কমে ধীরে ধীরে শীত পড়বে বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবে। আর আকাশ মেঘমুক্ত হলেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদও। আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রির আশেপাশে পৌঁছবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা পৌঁছবে ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে।

    অন্যদিকে ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ থেকেও বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশ পরিষ্কার হলেই ঝলমলে রোদ এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোনাদা এবং শুকনার মতো নীচু তরাই অঞ্চলে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর - এই সময়ের মধ্যে হেমন্তের আমেজ মিলবে বঙ্গে। সকালের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু গরম বাড়লেও বিকেলের পর থেকে আবার শীতের আমেজ মিলবে।

    ৮ থেকে ১০ অক্টোবর সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় দিনের যেকোনো সময় অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা।

    ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তাঁর জেরে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় দিনের বিভিন্ন সময় হালকা থেক মাঝারি বৃষ্টি হতে পারে। তাঁর সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

    তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। নতুন করে যদি বঙ্গোপসাগরে আর কোনো নিম্নচাপ তৈরি না হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে শুষ্ক আবহাওয়া তৈরি হবে।

    উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ধাপে ধাপে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে এখন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

    আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা সে ভাবে নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)