• ভয়াবহ পথ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় সড়কে, মৃত ১
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
  • জয়পুর, ৮ অক্টোবর: গভীর রাতে রাজস্থানের জয়পুর-আজমেঢ় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে একটি ট্যাঙ্কারের সংঘর্ষের জেরে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় দুটি পণ্যবাহী গাড়িতে। ট্রাকটিতে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি বিশাল শব্দে ফাটতে থাকে। কয়েকটি সিলিন্ডার জোর শব্দে ফেটে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। আগুন ধরে যায় গোটা রাস্তায়। সঙ্গে বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যান চলাচল বন্ধ হয়ে যায় জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও দমকল।তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। এই বিষয়ে জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানান, দুর্ঘটনার জেরে দুই থেকে তিনজন গুরুতর জখম হয়েছেন। ট্যাঙ্কারের চালকও জখম। পরবর্তীতে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক ও খালাসি নিখোঁজ রয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন উপ মুখ্যমন্ত্রী প্রেমচন্দ বাইরওয়া।  
  • Link to this news (বর্তমান)