স্ত্রী ও পুত্রকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী স্বামী, তদন্তে পুলিশ
বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মঘাতী স্বামী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আজ, বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আণ্ডিরণ হালদারপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও পুত্রের গলা করাত দিয়ে কেটে নৃশংসভাবে খুন করেই আত্মহত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটেছে বলেই মনে করছে পুলিশ। মৃতরা হলেন, সঞ্জীব হালদার (৪০), মৌসুমি হালদার (২৮) ও তাদের পুত্র রায়হান হালদার (৯)।জানা গিয়েছে, সঞ্জীব প্রথমে তার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিন সকালের দিকে সঞ্জীবের মা বাথরুমে যাওয়ার সময়ে জানলা দিয়ে দেখতে পায়, তাঁর ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে দরজা খুলে দেখে সঞ্জীবের স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। তারপর বেলডাঙা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।দাম্পত্য কলহ ছাড়া এই নৃশংস ঘটনার মধ্যে অন্য কোনও কারণ জড়িয়ে আছে কিনা তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। তবে সঞ্জীবের মা জানিয়েছেন, ছেলের বউয়ের কারণে এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।