স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা। এই ব্যাপারে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’ উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নির্বিঘ্নে শেষ হয়েছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এদিকে নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হওয়ার কথা জানা গিয়েছে এসএসসি-র এক সূত্র মারফত।
এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। ৫৩৪টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের দেওয়া সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে দেওয়ার তোড়জোড় চলছে। এসএসসি-র কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেইমতো কাজ করছে এসএসসি বলে ওই সূত্র জানিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, দু’দিনে মোট ৫,৬৫,০০০ জন পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। উল্লেখ, চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ ছিল সুপ্রিমের। সেই মতো এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে এবং সেই পরীক্ষা নিয়ে বিরোধীদের নানা ধরনের কুৎসার জবাব দিয়ে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে এসএসসি। দু’দিনের নিয়োগ পরীক্ষায় ডবল ইঞ্জিনের রাজ্য থেকে বহু চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে আসেন। পরীক্ষার ব্যবস্থাপনা দেখে ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের খুশি হতেও দেখা গিয়েছিল।