• ভাগাড়ের মামলায় হাজিরা আবশ্যিক রাজ্যের শীর্ষ কর্তাদের
    আনন্দবাজার | ০৮ অক্টোবর ২০২৫
  • হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংক্রান্ত মামলায় এ বার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তাদের সশরীরে অথবা ভিডিয়ো কলে পরবর্তী শুনানিতে হাজিরা দিতেই হবে।

    জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের বক্তব্য, মামলার যথাযথ ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির জন্য রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। আদালতের নির্দেশে আগামী ৮ ডিসেম্বর হাজির থাকতে হবে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের সচিব, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব, হাওড়ার জেলাশাসক, হাওড়া পুরসভার কমিশনার এবং কেএমডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে।

    আদালতের পর্যবেক্ষণ, একাধিক শুনানির পরেও রাজ্য ও স্থানীয় প্রশাসনের তরফে বর্জ্য অপসারণ, কঠিন বর্জ্য ও নিকাশি ব্যবস্থাপনা সংক্রান্ত কোনও স্পষ্ট কর্ম-পরিকল্পনা জমা পড়েনি। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিস্তারিত অ্যাকশন প্ল্যান জমা দিতে হবে, যেখানে প্রতিটি প্রকল্পের লক্ষ্য, বাজেট বরাদ্দ ও সময়সীমা উল্লেখ করতে হবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আদালতের আরও নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ ক্ষতিপূরণ আরোপের বিষয়ে পদক্ষেপ করতে হবে।

    তবে, হাওড়ার পুর কমিশনারের বিরুদ্ধে আগের নেতিবাচক মন্তব্য প্রত্যাহার করা হলেও তাঁর ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় চেয়ে করা আবেদন জাতীয় পরিবেশ আদালত সরাসরি খারিজ করেছে। আদালতের মন্তব্য, প্রশাসনিক পদে থেকে জবাবদিহি এড়ানো যাবে না।

    মামলার আবেদনকারী সুভাষ দত্ত জানাচ্ছেন, আগামী ৮ ডিসেম্বরের শুনানিতে শীর্ষ কর্তাদের সরাসরি উপস্থিতি নিয়ে আদালতের এই নির্দেশ রাজ্য প্রশাসনের উপরে দৃশ্যত চাপ তৈরি করেছে।
  • Link to this news (আনন্দবাজার)