প্যালেস্টাইনে ইজ়রায়েলের ‘হামলা’ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার বিরোধিতা করে মঙ্গলবার পথে নামল এসইউসি। গাজ়ায় হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার, গাজ়াবাসীর জন্য ত্রাণের সুবন্দোবস্ত করা, বৈদেশিক ‘দাদাগিরি বন্ধে’র মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে এ দিন দেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল এসইউসি। তারই অংশ হিসেবে শহরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমেরিকার উপদূতাবাসের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। ছিলেন দলের নেতা অশোক সামন্ত, নভেন্দু পাল, তরুণকান্তি নস্কর, কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী-সহ অন্যেরা। তাঁদের অভিযোগ, শান্তি প্রস্তাবের নাম করে ট্রাম্প স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করছেন। এই আবহে সেখানকার শাসনভার প্যালেস্টাইনের মানুষের হাতেই থাকা দরকার বলে দাবি তুলেছেন এসইউসি নেতৃত্ব। কলকাতা ছাড়াও রাজ্যের জেলা ও মহকুমা শহরগুলিতেও বিক্ষোভসভা, মিছিল হয়েছে। সেখানেও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্টের নীতির তীব্র বিরোধিতা করেছে এসইউসি।