• টাকা ঢোকার ভুয়ো মেসেজ পাঠিয়ে সোনার গয়না হাতানোর অভিযোগ
    আনন্দবাজার | ০৮ অক্টোবর ২০২৫
  • ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গয়না হাতানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যবসায়ী। প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের একটি সোনার ব্রেসলেট নিয়ে অভিযুক্ত চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানার কালীকুমার মজুমদার রোডে।

    পুলিশ সূত্রের খবর, সুবীর পাল নামে ওই ব্যবসায়ীর কালীকুমার মজুমদার রোডে সোনার দোকান রয়েছে। রবিবার অভিযুক্ত তাঁর দোকানে আসে বলে জানিয়েছেন তিনি। নিজেকে বিক্রম সিংহ হিসেবে পরিচয় দেয় অভিযুক্ত। দোকানে ঢুকে সে ব্রেসলেট দেখতে চায়। ব্যবসায়ী ব্রেসলেট দেখালে একটি পছন্দ করে যুবক। ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, অনলাইনে পুরো টাকা মেটাবে বলেজানিয়েছিল অভিযুক্ত। সেই মতো তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দেন। এর পরে তাঁর অ্যাকাউন্টে ৯৪ হাজার টাকা পাঠানোর একটি মেসেজও আসে। তা দেখে তিনি অভিযুক্তকে গয়নাটি দিয়ে দেন। কিন্তু পরে অ্যাকাউন্ট দেখে বুঝতেপারেন, আদৌ টাকা ঢোকেনি। কৌশলে ওই ধরনের মেসেজ পাঠিয়ে প্রতারণা করা হয়েছে বলে ব্যাঙ্কের তরফেও জানিয়ে দেওয়া হয়। এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

    লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দোকানে যে ঠিকানা দিয়েছিল, তারও কোনও সন্ধান মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত পরিকল্পনামাফিক প্রতারণা সংগঠিত করবে ভেবেই দোকানে ভুয়ো ঠিকানা দিয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। সোনার দোকান-সহ আশপাশের রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)