ব্যবহার হয়নি ছ’বছরেও, নষ্ট হচ্ছে চার কোটির পাম্প ও মোটর
আনন্দবাজার | ০৮ অক্টোবর ২০২৫
কয়েক কোটি টাকা দিয়ে কেনা আধুনিক মানের জলের পাম্প এবং মোটর স্রেফ নষ্ট হতে বসেছে জঙ্গলের মধ্যে পড়ে থেকে। বৃষ্টির জল লেগে ইতিমধ্যেই মরচে ধরে গিয়েছে সেই সমস্ত যন্ত্রে। গত ২৭ অগস্ট কলকাতা পুরসভার কেন্দ্রীয় অডিট বিভাগের আধিকারিকেরা উত্তর কলকাতার টালা পাম্পিং স্টেশনে পরিদর্শনে গিয়ে চমকে যান। তাঁরা জানতে পারেন, চার কোটি ১৪ লক্ষ টাকা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির দু’টি জলের পাম্প এবং দু’টি মোটর কেনা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু ছ’বছর পার হয়ে গেলেও সেগুলি কাজে লাগানো হয়নি।
ছ’বছর ধরে পড়ে থাকা জলের পাম্প এবং মোটর কেন এখনও কাজে লাগানো হল না, তা জানতে চেয়ে কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি লিখেছে পুরসভারই কেন্দ্রীয় অডিট বিভাগ। পাশাপাশি, বহু টাকা ব্যয়ে ওই সমস্ত সামগ্রী কেনার ক্ষেত্রে কী কী সরকারি নিয়ম মানা হয়েছে, তারও বিস্তারিত তথ্য চেয়েছেন ওই বিভাগের আধিকারিকেরা। পুর জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, কেন্দ্রীয় অডিট বিভাগকে ইতিমধ্যেই উত্তর সংবলিত চিঠি দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ওই পাম্প ও মোটরগুলি নষ্ট হয়নি। সেগুলি কাজে লাগানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
প্রশ্ন উঠেছে, ছ’বছর আগে কোটি কোটি টাকা খরচ করে কেনা জলের পাম্প এবং মোটর এখনও কাজে লাগানো হল না কেন? তা হলে কি সেগুলির আদৌ প্রয়োজনই ছিল না? দীর্ঘ দিন ধরে পাম্প এবং মোটর খোলা আকাশের নীচে পড়ে থাকলে সেগুলি কি আর সক্রিয় থাকে? জবাবে পুরসভার জল সরবরাহ দফতরের ওই আধিকারিক বলেন, ‘‘পাম্প এবং মোটরগুলি কেনার পরেই কোভিডের কারণে লকডাউন শুরু হয়। তাই সেগুলি কাজে লাগানো হয়নি। তা ছাড়া, সেগুলি বসাতে গেলে শহরের একাংশে জল সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হবে। একের পর এক সমস্যা দেখা দেওয়ায় ওই পাম্প ও মোটর এখনও কাজে লাগানো হয়নি। তবে, সেগুলি যাতে দ্রুত বসানো যায়, সেই ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’’ ওই আধিকারিকের দাবি, পাম্প ও মোটরগুলি ক্ষতিগ্রস্ত হয়নি।
জল সরবরাহ দফতরের ওই আধিকারিক এমন দাবি করলেও পুরসভার কেন্দ্রীয় অডিট বিভাগের আধিকারিকেরা জানাচ্ছেন, খোলা আকাশের নীচে পড়ে থাকার ফলে পাম্প এবং মোটরগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। তাঁরা সাফ জানিয়েছেন, টালা পাম্পিং স্টেশনে যে ভাবে ওই জলের পাম্প এবং মোটরগুলি পড়ে থেকে নষ্ট হচ্ছে, তাতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। ওই বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘সাধারণ মানুষের করের টাকায় কোটি কোটি টাকার এই সমস্ত জিনিস কেনা হয়েছে। সুতরাং, পুরসভার জল সরবরাহ দফতরের আধিকারিকদের এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। এত দামি পাম্প ও মোটর ছ’বছর ধরে কেন পড়ে আছে, সেই উত্তরটা পাওয়া দরকার।’’
পাম্প এবং মোটরগুলি কেনার ক্ষেত্রে বিধি মেনে ই-টেন্ডার প্রক্রিয়া হয়েছিল কিনা, কেনার আগে মেয়র পরিষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছিল, এমন কিছু তথ্য-সহ ২১টি প্রশ্নের উত্তর কেন্দ্রীয় অডিট বিভাগ জানতে চেয়েছে পুর কর্তৃপক্ষের কাছে। পুরসভার জল সরবরাহ দফতর সূত্রের খবর, টালা পাম্পিং স্টেশনের পাম্প এবং মোটরগুলি অনেক পুরনো, ব্রিটিশ আমলের। সেগুলি বদলাতেই ২০১৯ সালে নতুন পাম্প ও মোটর কেনা হয়েছিল। কিন্তু ছ’বছরেও সেগুলি কাজে না লাগানোয় বিষয়টির মধ্যে গরমিলের গন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় অডিট বিভাগের আধিকারিকেরা।