• লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বুধবার সকালে মালগাড়ি লাইনচ্যুত হয়ে এই শাখায় আপ ও ডাউন লাইনে কয়েক ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত বলে খবর। ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে রেল।

    জানা গিয়েছে, বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়। তার পরেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্ত লোকাল ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে। আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আছেন। ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিকে তোলার চেষ্টা চলছে । তবে অফিস টাইমে এই শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

  • Link to this news (এই সময়)