• দিওয়ালির মুখে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও অবধি ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ৮ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

    সামনেই দীপাবলি, ছটপুজো। বিভিন্ন জায়গায় বাজির কারখানায় ব্যস্ততা তুঙ্গে। পুলিশ সূত্রে খবর, এ দিন অন্ধ্রের এই কারখানাতেও বাজি তৈরি করা হচ্ছিল। বহু শ্রমিক কাজ করছিলেন। যে হেতু বাজির কারখানা, তাই প্রচুর দাহ্য বস্তুও চার দিকে রাখা। তাতেই কোনও ভাবে আগুন ধরে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। বিস্ফোরক ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এখনও অবধি ভিতরে বহু শ্রমিক আটকে আছেন বলেও খবর।

    এলাকার বাসিন্দাদের কথায়, দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তাঁরা দেখেন, বাজি কারখানার দিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। মুহূর্তের মধ্যে দেখা যায় আগুনের লেলিহান শিখা। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে আগুন ছড়াতে শুরু করে। দমকলের ইঞ্জিন এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বেশ কয়েক জনকে উদ্ধার করে রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • Link to this news (এই সময়)