ষাঁড়কে খোঁচানোর 'শখ', নিমেষে শিংয়ে তুলে আছাড়! ভাইরাল হাড়হিম করা ভিডিও
আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তার বিপথগামী পশুদের আচরণ বড়ই খামখেয়ালি। কখনও তারা বিনা প্ররোচনায় মানুষের উপর চড়াও হয়, আবার কখনও মানুষের অনিচ্ছাকৃত ভুলেই ঘটে যায় মারাত্মক বিপদ। সম্প্রতি নেটমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে একটি ষাঁড়। যার পরিণতি হয় ভয়াবহ। নেটিজেনরা দেখে তাজ্জব।
ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে দুটি কারণে- ভিডিওতে এক দিকে যেমন রয়েছে ওই ব্যক্তির ঝুঁকিপূর্ণ আচরণ, তেমনই অন্য দিকে রয়েছে দরজার আড়াল থেকে গোটা ঘটনাটি দেখা এক মহিলার শান্ত, নির্লিপ্ত প্রতিক্রিয়া।
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, একটি লোহার দরজার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছেন এক মহিলা। আর ওই ব্যক্তির পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি ষাঁড়। ষাঁড়টির নজর ছিল দরজার পিছনে থাকা মহিলার দিকেই। কিন্তু হঠাৎই ওই ব্যক্তি একটি কাঠের লাঠি দিয়ে ষাঁড়ের ঘাড়ে খোঁচা মারেন।
আর তার পরেই নিমেষের মধ্যে হিংস্র হয়ে ওঠে ষাঁড়টি। প্রথমে শিং দিয়ে গুঁতিয়ে লোকটিকে শূন্যে ছুড়ে ফেলে দেয় সে। এর পর তাঁকে একটি ছোট নর্দমার কাছে মাটিতে ফেলে পিঠে শিং ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি। ষাঁড়টি তাঁকে আরও এক বার গুঁতো মেরে অবশেষে সেখান থেকে চলে যায়। গোটা আক্রমণের সময় নিজেকে রক্ষা করতে মহিলাটি শান্ত ভাবে দরজাটি বন্ধ করে দেন।
ষাঁড়টি চলে যাওয়ার পর মহিলাটি ধীরে ধীরে দরজা খুলে বাইরে উঁকি মারেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হিন্দিতে লেখা একটি ক্যাপশনের বাংলা করলে দাঁড়ায়, "হয়তো একেই বলে 'আয় ষাঁড়, আমাকে মার'। মহিলাদের সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। যখন আমরা এমন বিশাল প্রাণীদের সঙ্গে জেনেবুঝে ঝামেলা করি, তখন এমনই পরিণতি হয়।"
অক্টোবরের ৬ তারিখে ভিডিওটি শেয়ার হওয়ার পরে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এটি দেখে ফেলেছেন। ঘটনাটি যেমন বিপথগামী পশুদের উত্যক্ত করার ঝুঁকি তুলে ধরেছে, তেমনই বিপদ উপস্থিত হলে নিজেকে সুরক্ষিত রাখার গুরুত্বও স্পষ্ট করেছে।
এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক জন লিখেছেন, "দাদা, আচার্য চাণক্য পড়েননি? শিংওয়ালা পশুর সামনে আর ঘোড়ার পিছনে যেতে নেই।"
অন্য এক জনের মন্তব্য, "এ কেমন মহিলা, যিনি সাহায্যের বদলে নিজের সুরক্ষাকেই অগ্রাধিকার দিলেন?"
অনেকেই আবার ওই ব্যক্তির কাজের ফল উল্লেখ করে লিখেছেন, "আজকাল এমনই হচ্ছে, কেউ কাউকে সাহায্য করতে চায় না।"
আর এক জন যোগ করেছেন, "কাকা পশুর সঙ্গে মজা নিয়েছে, পশু কাকার সঙ্গে মজা নিয়েছে। তাই ভাইসব, ওদের বিরক্ত করবেন না।"