আজকাল ওয়েবডেস্ক: আচমকাই চলন্ত বাসে উঠে পড়েন এক যুবক। হাতে ছিল ধারালো ছুরি। সেই ছুরি নিয়েই একের পর এক যাত্রীর উপর হামলা করেন তিনি। কারও দিকে ছুরি নিয়ে তেড়ে যান, কখনও বা কাউকে সরাসরি কোপ বসান। যে ঘটনায় সরকারি বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার পুরীতে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ওড়িশার গণপরিবহন বাস পরিষেবার ওই সরকারি বাসটি যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। সেটি কানাসা ব্লকের হরসপদ থেকে সত্যবাড়ি সুকলের দিকে যাচ্ছিল। সেই রুটেই আচমকা এক যুবক বাসটিতে উঠে পড়েন। বাসে উঠেই ধারালো ছুরি দেখিয়ে হামলার হুমকি দেন যাত্রীদের।
কয়েক মিনিট পরেই যাত্রীদের উপর হামলা করতে দেখা যায় তাঁকে। এই সময় এক ব্যক্তি তাঁকে থামানোর জন্য কথা বলতে উঠে আসেন। তাঁর সঙ্গে কয়েক মিনিট কথা বলার পরেই, মাথায় সজোরে আঘাত করেন ওই যুবক। তড়িঘড়ি করে বাকিরা ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে আসেন। তাঁদেরকেও ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন যুবক। কিছুক্ষণ পর চলন্ত বাসের সিটে দাঁড়িয়ে বাকি যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ দেন।
সেই সময়েই পরপর যাত্রীকে ছুরির কোপ বসান যুবক। সেই মুহূর্তে বাকি যাত্রীরা যুবকের উপর পাল্টা হামলা করেন। চলন্ত বাসেই যুবককে বেধড়ক মারধর করেন যাত্রীরা। ঘটনার খবর পেয়েই বাসটি থামিয়ে আহত যাত্রীদের ও যুবককে উদ্ধার করে পুলিশ। প্রথমে স্থানীয় হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। এরপর পুরী হাসপাতালে স্থানান্তরিত করা হয় সকলকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উপযুক্ত কড়া পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবক মত্ত অবস্থায় ছিলেন। কী কারণে চলন্ত বাসে যাত্রীদের উপর হামলা করলেন, তা এখনও জানা যায়নি। যে রুটে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, সেই রুটে ইতিমধ্যেই টহল জোরদার করেছে পুলিশ। যাতে আর কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে আরও এক ভয়াবহ ঘটনা ঘটেছিল এই রাজ্যে। নাটকের মধ্যে বুঁদ ছিলেন অভিনেতা। 'রামায়ণ' নাটকে রাক্ষসের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। আচমকাই মঞ্চের মাঝে শুয়োর মেরে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেলেন। ভয়াবহ এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয়েছে ৪৫ বছর বয়সি অভিনেতা বিম্বধর গৌড়কে। ঘটনটি ঘিরে তোলপাড় গোটা ওড়িশা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৪ নভেম্বর ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়। হিঞ্জিলি থানার অন্তর্গত রালাব গ্রামে 'রামায়ণ' নামের একটি নাটক মঞ্চস্থ হয়। ধৃত অভিনেতা ওই নাটকের একজন উদ্যোক্তাও। পুলিশ সূত্রে খবর, দর্শকদের নজর কাড়তে নাটকের মধ্যে জ্যান্ত সাপ, শুয়োর নিয়ে মঞ্চে উঠেছিলেন অভিনেতারা। শুয়োরটি উপর থেকে ঝোলানো ছিল। সকলকে চমকে দিতে অভিনেতা আচমকাই ছুরি দিয়ে জ্যান্ত শুয়োরটিকে মেরে ফেলে। এরপর শুয়োরের কাঁচা মাংস চিবিয়ে খান। বীভৎস দৃশ্যটি দেখেই চমকে যান উপস্থিত দর্শকরা। ক্রমেই অভিনেতার বিরুদ্ধে গ্রামের মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করেন।
অভিনেতার এই কীর্তির কথা ধীরে ধীরে গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ে। একাধিক অভিযোগ দায়ের হতেই অভিনেতাকে সদ্য গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, যিনি জ্যান্ত সাপ নিয়ে অভিনয় করেছিলেন, তাঁকেও গ্রেপ্তার করা হবে। সেই অভিনেতার খোঁজে চলছে তল্লাশি অভিযান। মঞ্চে জ্যান্ত পশু মেরে মাংস খাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিজেপির নেতারা। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানিয়েছেন।