আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচলে বিপত্তি। ওই লাইনে মালগাড়ির একটি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এরপরই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্ত লোকাল ট্রেন দেরিতে চলছে। ট্রেনগুলিকে আঁকড়া, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মালগাড়িটির ৬ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে বগিটি লাইনচ্যুত হয়েছে। তার পরেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার জেরে আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হয়েছে।
রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আছেন। বুধবার সকালে অফিস টাইমে এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ঘটনার পর বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে লাইন পরিষ্কার করা যায়নি বলেই জানা গিয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ওই লাইন। চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। বেড়েছে উদ্বেগ।
অনেকেই ট্রেনের দেরি দেখে সড়ক পথ ধরছেন। কেউ আবার অপেক্ষা করছেন স্টেশনেই। তবে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিলের খবর আসেনি। রেলের তরফে জানা যাচ্ছে, কাজ চলছে দ্রুত গতিতে। কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত বগিটিকে তুলে ফেলা সম্ভব হবে। পরিষ্কার হয়ে যাবে লাইন। তবে ঠিক কী কারণে বগিটি লাইনের বাইরে বেরিয়ে গেল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে।