কোন্নগর মাতৃসদনে মেডিক্লেম পরিষেবা চালু, নাগরিকদের জন্য নতুন স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ...
আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
মিল্টন সেন,হুগলি: কোন্নগর পুরসভার উদ্যোগে বুধবার থেকে কোন্নগর মাতৃসদনে মেডিক্লেম বা ক্যাশলেস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হল। এই অভিনব জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন পুর প্রধান স্বপন কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর কাউন্সিলর মোনালিসা নাগসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই নতুন পরিষেবার মাধ্যমে এখন থেকে রোগীরা হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সময় সরাসরি ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। অর্থাৎ, মেডিক্লেম সুবিধাভোগীদের চিকিৎসার সময় কোনও নগদ অর্থ প্রদান করতে হবে না। হাসপাতাল ও বিমা সংস্থার মধ্যে সরাসরি বিল নিষ্পত্তি হবে।উদ্বোধনী অনুষ্ঠানে পুরপ্রধান স্বপন কুমার দাস বলেন — “এই পরিষেবা কোন্নগরের নাগরিকদের আর্থিক স্বস্তি দেবে। হঠাৎ অসুস্থ হলে আর কেউ চিকিৎসার খরচ নিয়ে চিন্তায় পড়বেন না। এটি নাগরিক স্বাস্থ্যসুরক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
কাউন্সিলর মোনালিসা নাগ বলেন — “মাতৃসদনে এই পরিষেবা চালু হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। এটি প্রকৃত অর্থে জনহিতকর উদ্যোগ।”
পুরসভা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট বীমা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পরিষেবাটি চালু করা হয়েছে, তবে আগামী দিনে আরও সংস্থা যুক্ত করা হবে। স্থানীয় বাসিন্দারা কোন্নগর পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এর ফলে শহরের স্বাস্থ্য পরিষেবার মান ও সুবিধা দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।