আজকাল ওয়েবডেস্ক: হুগলির চাঁপদানীর নর্থব্রুক জুট মিলে শ্রমিক অসন্তোষের জের,অস্থায়ী ভাবে মজুরি বন্ধের নোটিশ দিলো মিল কর্তৃপক্ষ।অচলাবস্থা কাটাতে আগামী ৯ অক্টোবর শ্রম দপ্তরে বৈঠক। নর্থব্রুক জুট কোম্পানি লিমিটেডে গত কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলছিল।শ্রমিক কমিয়ে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তুলে আন্দোলন করছিল শ্রমিকদের একাংশ। এই জুট মিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।আর কয়েকদিন পর দিওয়ালী ছটপুজো। তার আগেই জুট মিলে অচলাবস্থায় সমস্যায় পরবে শ্রমিকরা।
মঙ্গলবার মিল কর্তৃপক্ষ নোটিস জারি করে অস্থায়ীভাবে শ্রমিকদের মজুরি প্রদান স্থগিত রাখার ঘোষণা করেছে। নোটিসে উল্লেখ করা হয়েছে যে “মূল গেট অবরোধের কারণে” তৈরি পণ্যের রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে কোম্পানি ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাইরের কয়েকজন মিলে অবৈধভাবে মিলের প্রধান ফটকে অবরোধ গড়ে তোলায় মিলের ভেতরে-বাইরে যাতায়াত বন্ধ হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে নোটিসে।
এই অচলাবস্থা গত ২৫ সেপ্টেম্বর থেকে চলছে। স্পিনিং বিভাগে শ্রমিক ছাঁটাই। গত দুই দিন ধরে জুটমিলের তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি কিশোর কেওট-এর নেতৃত্বে মিলগেটের সামনে ধারাবাহিক ধর্না চলছে। কিশোর কেওট বলেন, “মজুরি বন্ধ রাখা শ্রমিকদের প্রতি অবিচার। কর্তৃপক্ষ আলোচনার পথে না গিয়ে চাপ সৃষ্টি করছে।” যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে শ্রমিকরা। তবে আলোচনার পথও খোলা থাকছে।শ্রমিক নেতা জানান,নিউ সেক্রেটারিয়েটে শ্রম দ্প্তরে ৯ তারিখ ত্রিপাক্ষিক বৈঠক হবে।