কোচি, ৮ অক্টোবর: ভুটান থেকে বিলাসবহু গাড়ির আমদানি ও ক্রয়, এবং অবৈধভাবে বিদেশি মুদ্রায় কেনাবেচা কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি। কিছুদিন আগেই এই মামলায় মালয়ালম অভিনেতা দ্যুলকার সলমন, পৃথ্বীরাজ সুকুমারণের বাসভবন সহ অফিসে হানা দিয়েছিল শুল্ক দফতরও। এবার ফের সেই একই মামলায় আজ, বুধবার সকালে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোচির ইডির জোনাল অফিসারের নেতৃত্বে কেরল ও তামিলনাড়ুর মোট ১৭টি জায়গায় তল্লাশি চলছে। যার মধ্যে রয়েছে অভিনেতা দ্যুলকার সলমনের বাসভবন-অফিস। এমনকী চেন্নাইয়ের গ্রিনওয়েজ রোডে জনপ্রিয় অভিনেতা মাম্মুট্টির একটি সম্পত্তিতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণের বাসভবনেও হানা দিয়েছে ইডি। এরনাকুলাম, ত্রিশূর, কোঝিকোড়, মলপ্পুরম, কোট্টায়াম ও কোয়েম্বাটুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। বাসভবন, অফিস, গাড়ির গ্যারেজ সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ভুটান থেকে ভারতে বিলাসবহুল গাড়ি পাচার হয়েছে। আর সেই পাচারকারীদের কাছ থেকেই গাড়ি কিনেছেন দ্যুলকার, পৃথ্বীরাজরা। এমনটাই অভিযোগ। যদিও তাঁদের কাছে পাচারকারীদের কোনও পরিচয় আগাম জানা ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভুলবশতও পাচারকারীদের কাছ থেকে গাড়ি কিনতে পারেন দক্ষিণী অভিনেতারা। ভুটান থেকে এই বিলাসবহুল গাড়িগুলি ভারতে বিশেষ করে কেরলে পাচার হয়েছে, যার বিপুল কর ফাঁকি রয়েছে। কেরলের বহু ব্যবসায়ী ও অভিনেতাদের কাছে সেই গাড়ি বিক্রি করেছে পাচারকারীদের একটি চক্র। সেই সূত্রেই তদন্ত চালাচ্ছে ইডি। মূলচক্রী খোঁজার কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে দ্যুলকার, পৃথ্বীরাজদের বাসভবনে এই একই মামলায় তদন্তের জন্য হানা দিয়েছিল শুল্ক দফতর।