গুয়াহাটি, ৮ অক্টোবর: গায়ক জুবিন গর্গের মৃত্যুর মামলায় বড় মোড়। সিট বা বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেপ্তার জুবিনের তুতো ভাই তথা অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ। গতকাল, মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত আদালতের নির্দেশে সাতদিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। সিআইডির জেরার মুখে বারবার পড়তে হয়েছিল সন্দীপনকে। অবশেষে তাঁকে গতকাল, মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন সন্দীপন। এমনকী জুবিনের সফরসঙ্গীও ছিলেন তিনি।জুবিনের রহস্যমৃত্যু কাণ্ডে এখনও পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার হলেন। তাঁরা হলেন, ডিএসপি সন্দীপন গর্গ, গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সিঙ্গাপুরের ইভেন্ট আয়োজক কর্তা শ্যামকানু মাহান্ত ও মিউজিসিয়ান অমৃতপ্রভা মাহান্ত। গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় জুবিনের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। প্রাথমিক ভাবে জানা যায়, স্কুবা ডাইভিংয়ের সময়ে মৃত্যু হয় জুবিনের। যদিও তাঁর মৃত্যু নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছিল। পরিবারের তরফেও মৃত্যুর আসল কারণ সামনে আনার দাবি তোলা হয়। তারপরেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।