হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপর ডাম্পারের ধাক্কায় মৃত দুই মহিলা
বর্তমান | ০৮ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: জাতীয় সড়কের উপর দিয়ে হেঁটে পার হওয়ার সময়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। আজ, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উপর হাওড়ার বাগনান থানার ঈশ্বরীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই মহিলার নাম ময়না মণ্ডল (৬০) ও মিনা মণ্ডল (৫০)। সম্পর্কে তাঁরা দুই জা। বাড়ি ওই এলাকাতেই। বাগনান থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই দুই মহিলা দেউলটি বাজারে যাওয়ার জন্য পায়ে হেঁটে জাতীয় সড়ক পার হচ্ছিলেন।সেই সময়ে কোলাঘাট অভিমুখে যাওয়া একটি ডাম্পার পিছন দিক থেকে এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ মৃতদেহ তুলতে গেলে বাধা দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন উলুবেড়িয়ায় এসডিপিও শুভম যাদব। প্রায় আধঘণ্টা পথ অবরোধ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের বোঝায়। তারপরে বিক্ষোভ উঠে যায়। এদিকে এই ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।