প্রথমবার ভারত সফরে স্টার্মার, সাক্ষাৎ করবেন মোদির সঙ্গে
প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ভারতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। ২০২৪ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসেন স্টার্মার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এদিন এক্স হ্যান্ডলে তিনি স্টার্মারকে ভারতে অভিনন্দন জানান।
গত বছরের জুনে ব্রিটেনের মসনদে বসেন স্টার্মার। ১৪ বছর পর ক্ষমতায় ফেরে লেবার পার্টি। ব্রিটেনের ৬৫০ আসনের হাউস অফ কমন্সে ৪১২ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। ফলাফল স্পষ্ট হওয়ার পর ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে অভিনন্দন জানান মোদি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে স্টার্মারকে ভারতে আসার আমন্ত্রণও জানান ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এলেন স্টার্মার।
বুধবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন স্টার্মার। তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, অজিত পওয়ার এবং রাজ্যের রাজ্যপাল আচার্য। এরপরই মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘ব্রিটেনের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে প্রথম ঐতিহাসিক ভারত সফরে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে স্বাগত জানাই। শক্তিশালী ও পারস্পরিক উন্নত ভবিষ্যৎ রচনার জন্য আগামিকাল আমাদের বৈঠকের দিকে তাকিয়ে আছি।’
উল্লেখ্য, মোদি ও স্টার্মারের দিকে তাকিয়ে রয়েছে দুই দেশই। গত জুলাইয়ে ভারত-ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়। সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম বৈঠক করবেন দুই রাষ্ট্রনায়ক।