• ‘দলের হৃদস্পন্দন’, জেলফেরত আজম খানের সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে মুক্তি পেতেই বুধবার আজম খানের সঙ্গে সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর গালভরা প্রশংসা শোনা গেল অখিলেশের গলায়। জানালেন, আজম খান সমাজবাদী পার্টির হৃদস্পন্দন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। গত ২৩ মাস ধরে আজম জেলবন্দি থাকলেও একদিনও দেখা করতে যাননি অখিলেশ। তাঁর মুক্তির পর সপার এহেন আতিথেয়তায় নেপথ্যে রাজনৈতিক অঙ্ক দেখছে ওয়াকিবহাল মহল।

    প্রাক্তন বিধায়ক তথা রামপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ আজম খান উত্তরপ্রদেশ রাজনীতির এক বিরাট নাম। সমাজবাদী পার্টির নেতা হলেও প্রায় দু’বছরের জেল জীবনে তাঁর খোঁজ নেননি অখিলেশ। এই অবস্থায় গুঞ্জন শুরু হয়েছিল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন তিনি। ৯ অক্টোবর লখনউতে বিএসপির এই সভার আগেই বুধবার আজমের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন সপা প্রধান। শেষ পাওয়া খবরে, অখিলেশ যাদব-সহ মোট ১২ রামপুরে আজমের বাড়িতে প্রবেশ করেছেন। বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যায় সমাজবাদী পার্টির কর্মী। জানা যাচ্ছে, এক ঘণ্টা ধরে বৈঠক চলবে দুই নেতার। এই সাক্ষাতে দলের প্রতি আজমের যাবতীয় ক্ষোভ দূর করার চেষ্টা করবেন অখিলেশ।

    ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে সপা। কঠিন এই লড়াইয়ে আজম খান অখিলেশের অন্যতম অস্ত্র। রামপুরতো বটেই উত্তরপ্রদেশের মুসলিম ভোটের একটি বড় অংশ আজম অনুরাগী। সেই ভোট বিএসপির দিকে চলে যাক তা কোনও ভাবেই চান না অখিলেশ। যার জেরে আজম খান জামিনে মুক্তি পেতেই সপা প্রধান বার্তা দিয়েছিলেন দল তাঁর পাশে রয়েছে। এবার নিজে গিয়ে দলের পুরনো নেতার মানভঞ্জনে তৎপর হলেন অখিলেশ।

    উল্লেখ্য, একাধিক ফৌজদারি আজম খানকে জেলে ঢুকিয়েছিল যোগী সরকার। সম্প্রতি সেই মামলায় উত্তরপ্রদেশের ১০ বারের বিধায়ককে জামিন দেয় আদালত। ২৩ মাস পর গত ২৩ সেপ্টেম্বর সীতাপুর জেল থেকে মুক্তি পান তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির কয়েকশো কর্মী-সমর্থক।
  • Link to this news (প্রতিদিন)