• ‘শোরুম খুলেছে’, ভারতে শরণার্থী কার্ড চালু করায় রাষ্ট্রসংঘকে সুপ্রিম-তোপ
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে থাকা শরণার্থীদের জন্য সম্প্রতি শরণার্থী কার্ড চালু করেছে রাষ্ট্রসংঘের এজেন্সি। এহেন পদক্ষেপের কড়া নিন্দা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। বললেন, ”ওরা এখানে শোরুম খুলেছে। এবং সার্টিফিকেট ইস্যু করা শুরু করেছে।” ২০১৩ সালে সুদান থেকে এদেশে আসা এক ব্যক্তির দায়ের করা আর্জির ভিত্তিতে হওয়া মামলার এদিন ছিল শুনানি।

    বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বেঞ্চে আবেদন করেছিলেন ওই ব্যক্তি। জানান, তিনি অস্ট্রেলিয়ায় যেতে চান। পাশাপাশি সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী সুরক্ষারও আর্জি জানিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর দাবি, তিনি ও তাঁর স্ত্রী ছাড়াও দুই সন্তান, যাদের মধ্যে একজনের বয়স ৪০ দিন, সকলকে শরণার্থী কার্ড দেওয়া হয়েছে। আর এই প্রসঙ্গেই তাঁর আইনজীবী এস মুরলিধর জানান, রাষ্ট্রসংঘের এজেন্সি ওই ব্যক্তিকে শরণার্থী কার্ড দিয়েছে। যা শুনে বিচারপতি কান্ত বলেন, ”ওরা (রাষ্ট্রসংঘ) একটা শোরুম খুলেছে এখানে। আর সার্টিফিকেট ইস্যু করছে। আমরা এই নিয়ে কোনও মন্তব্য করব না।”

    পাশাপাশি মুরলিধর জানিয়ে দেন, বছর দুয়েক ধরে খতিয়ে দেখার পর তবেই ওই দম্পতিকে শরণার্থী কার্ড দিয়েছে রাষ্ট্রসংঘের এজেন্সি। যা শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ভারত শরণার্থী অধিকারকে সম্মান করলেও সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি/কনভেনশন অনুমোদন করেনি। তাঁকে বলতে শোনা যায়, ”পৌর আইনের আইনি অধিকার এক্ষেত্রে নেই…”

    যা শুনে মুরলিধর বলেন, গত ২ মাসে দিল্লিতে আফ্রিকানদের প্রতি এমন পদক্ষেপ করা হচ্ছে। এরপর বিচারপতি বাগচী জানতে চান, কেন ওই ব্যক্তি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না কেন। এর জবাবে ওই আইনজীবী বলেন, তিনি অবশ্যই যেতে চান। কিন্তু অন্তর্বর্তী সুরক্ষা প্রয়োজন। এরপরই বিচারপতি কান্ত বলেন, ”আমাদের এই বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে। লক্ষ লক্ষ মানুষ বসে আছেন, যদি কেউ চেষ্টা করেন…”
  • Link to this news (প্রতিদিন)