• দুই আসনে ভোটে লড়বেন তেজস্বী! জেডিইউ গড় দখল করতেই সিদ্ধান্ত?
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। এর মাঝেই একে অপরের গড়ে প্রার্থী দিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন জেডিইউ-আরজেডি-জন সুরজের নেতারা। জানা গিয়েছে, এবার দুই আসনে লড়বেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

    বিহারে মঙ্গলবার থেকে চলছে মহাগটবন্ধনের আসন রফার আলোচনা। এরমাঝেই দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। চাপানউতোর মধ্যেই জানা গিয়েছে, এবার দুই আসনে লড়বেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর পরিবারের গড় বলে পরিচিত রাঘোপুরের পাশাপাশি মধুবনির ফুলপরশ থেকেও লড়তে পারেন তেজস্বী।

    ফুলপরশের বর্তমান বিধায়ক জেডিইউ-এর শিলা কুমারি। শেষ নির্বাচনে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃপানাথ পাঠককে প্রায় ১১ হাজার ভোটে হারিয়েছেন তিনি। ২০১০ সাল থেকে এই আসনে জিতছে জেডিইউ। সেই কারনেই, ফুলপরশ থেকে তেজস্বীর লড়াই আসলে জেডিইউ-কে সরাসরি বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই আসনে তেজস্বীর জয় আসন্ন নির্বাচনে আরজেডি-কে অনেকটা এগিয়ে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

    অন্যদিকে, রাঘোপুর থেকে নির্বাচনে লড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ভোটকুশলি প্রশান্ত কিশোর।  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে যাদব পরিবারের গড় বলে পরিচিত রাঘোপুর থেকে প্রায় ৩৮ হাজার ভোটে জেতেন তেজস্বী। সেই নির্বাচনে বিজেপি-র সতীশ কুমারকে হারান তিনি। ২০১৫ সালে এই আসন থেকেই নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। এর আগে রাঘোপুর থেকে জিতেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী।

    বুধবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। মহাগটবন্ধন জোটের মধ্যে এখনও আসন রফা নিয়ে কোনও সমধান সূত্র বেরোয়নি। বুধবার প্রায় ৫০ আসন নিয়ে আলোচনায় বসবে কংগ্রেস। বিহার স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান অজয় মাকেন-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন বৈঠকে। জোটের অন্দরে আসন রফায় শেষ মুহুর্তের সমস্যা এড়ানোর চেষ্টা করছে কংগ্রেস।
  • Link to this news (প্রতিদিন)