স্বাভাবিক ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক, খুলেছে অন্যান্য রাস্তাও, আতঙ্কে কাটিয়ে ছন্দে পাহাড়!
প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
রাজকুমার, আলিপুরদুয়ার: দুর্যোগের প্রকোপ কমেছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। স্বাভাবিক হচ্ছে যান চলাচলও। এবার সমস্যা কাটিয়ে স্বাভাবিক হল আলিপুরদুয়ার ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক। আগেই ঠিক হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাজ্য সড়কগুলিও স্বাভাবিক।
টানা বৃষ্টিতে দুর্যোগ নেমে আসে পাহাড়ের কোলে। গোটা উত্তরবঙ্গ প্রকৃতির রোষে পড়ে।
বালুরঘাট এলাকায় চরতোর্সা নদীর ডাইভারশন ভেঙে যায়। যার ফলে রবি, সোম ও মঙ্গলবার তিনদিন যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ডাইভারশন মেরামত কাজ শুরু হয়।0 আজ বুধবার থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই কয়েকদিন কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার ঘুরে যানবাহন চলাচল করছিল। আজ, বুধবার থেকে ফের স্বাভাবিক ছন্দে এই রাস্তা।
প্রবল বর্ষণে ঘর বাড়ি ভেসে যাওয়ার সঙ্গে ধসে যায় একাধিক রাস্তা। রাস্তায় উঠে আসে জল। বন্ধ হয় চলাচল। আজ, বুধবার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের কিছু ছোট রাস্তা বাদ দিয়ে প্রায় সবকটি খোলা রয়েছে। শিলিগুড়ি থেকে কালিংম্প যাবার মূল রাস্তা অর্থাৎ জাতীয় সড়ক ১০ খোলা। দার্জিলিং ওঠানামার মূল রাস্তা জাতীয় সড়ক ১১০ (হিল কোর্ট রোড) এবং পাঙ্খাবাড়ি রাস্তা খোলা রয়েছে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তাতেও যানচলাচল স্বাভাবিক। যাওয়া যাচ্ছে দার্জিলিং থেকে কালিংম্পও। শিলিগুড়ি থেকে লাভা আলগাড়া হয়ে রামধুরা হয়ে রংপো (সিকিম) যাবার রাস্তা খোলা।
স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দলের প্রচেষ্টায় স্বাভাবিক পাহাড়। দুর্গতের সাহায্যে দেওয়া হচ্ছে ত্রাণ। বাড়ি ঘর ঠিক না হওয়া পর্যন্ত ত্রাণ শিবির চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।