বাবুল হক, মালদহ: নিয়োগ দুর্নীতির জেরে গিয়েছে চাকরি। সংসার-সন্তানদের লেখাপড়া চালাতে বাধ্য হয়ে চপের দোকান খুললেন মালদহের চাকরিহারা শিক্ষাকর্মী দম্পতি। স্কুল ছেড়ে চপের দোকান নিয়ে বিদ্রুপ করেছেন অনেকেই। কিন্তু নিরুপায় দম্পতি।
সুপ্রিম রায়ে সম্প্রতি চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। তাঁদের মধ্যেই ছিলেন মালদহের তনুশ্রী সাহা সিংহ ও বিজয় সিংহ। মালদহের রতুয়ার সম্বলপুর হাই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন দু’জনই। সুপ্রিম রায়ে চাকরি যায় দম্পতির। জমানো টাকাও শেষ। কাঁধে রয়েছে ঋণের বোঝা। ছেলে-মেয়ের পড়াশোনার খরচও কম নয়। স্বাভাবিকভাবেই সংসার চালানো দায় হয়ে দাঁড়ায় দম্পতির কাছে। অনেকদিন বাড়ি থেকেই বেরোতে পারেননি তাঁরা। কারণ, ঘর থেকে বেরলেই শুনতে হয়েছে কটাক্ষ। চাকরি বাঁচাতে আন্দোলনের পথে হেঁটেও লাভ হয়নি। উলটে খরচ বেড়েছে।
এই অবস্থায় সংসারের হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে ১০০ মিটারের মতো দূরে রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট এক গুমটি ভাড়া করে চপের দোকান খুলেছেন। সেখানে রয়েছে চিপস, সিগারেটও। এদিন কথা বলতে গিয়ে গিয়ে চোখে জল দম্পতির। বললেন, “ধরনায় বসে লাভ নেই। চাকরি যাওয়ার পর ডিপ্রেশনে না ভুগে আত্মহত্যার চেষ্টা না করে বরং লড়াইয়ে জন্যে ঘুরে দাঁড়ানোই উচিৎ। আমাদের পুঁজি নেই, সামর্থ্য নেই, তাই রাস্তার ধারে চপ ভাজছি।”