• যোধপুর পার্কের বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। যোধপুর পার্কের পালবাজারে বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুন ভয়ংকর আকার নেয়। ভস্মীভূত হয়ে যায় বাজারের একাধিক দোকান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকল আধিকারিকরা।

    ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। যদিও অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। 

    জানা যায়, এদিন দুপুরের বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়েই এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। তবে দুপুরে এই ঘটনা ঘটায় সেই সময় বাজারে তেমন ভিড় ছিল না। প্রায় সমস্ত দোকানই ছিল বন্ধ। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা। 

    বলে রাখা প্রয়োজন, উৎসবের আবহেই প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি রেস্তোরাঁর ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। 
  • Link to this news (প্রতিদিন)