• স্থগিত পিংলায় বিড়লা ওপাসের কারখানা উদ্বোধন, নেপথ্যে ‘হাইলোডেড ভাইরাস’, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
    প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে আচমকা স্থগিত পিংলায় বিড়লা ওপাসের কারখানা উদ্বোধন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা উদ্বোধন করার কথা ছিল। আচমকা সেই কর্মসূচি বাতিলের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী। ‘হাইলোডেড ভাইরাসে’র কলকাঠিতে কর্মসূচি বাতিল বলে মনে করছেন তিনি।

    উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলাম বৃহস্পতিবার আমার বিড়লা ওপাসের কারখানা উদ্বোধনের কথা আছে। কারখানা তৈরি। আধঘণ্টা পর মেসেজ এল। লিখেছে শরীর খারাপ। আচমকা অনুষ্ঠান বাতিল করার জন্য দুঃখপ্রকাশ করেন। আমি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাই না। আমার মনে হয় এটা হাইলোডেড ভাইরাসের কাজ। সবাইকে হুমকি দিচ্ছে।”

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)