• বাংলায় SIR-এর প্রস্তুতি কতদূর? খতিয়ে দেখতে বঙ্গে কমিশনের বিশেষ টিম
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৫
  • বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সম্পন্ন হওয়ার পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার বাংলায় হতে চলেছে এসআইআর। এ নিয়ে এবার সরাসরি তদারকির জন্য রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের বিশেষ দল। রাজ্যে এসআইআরের প্রস্তুতি খতিয়ে দেখবে এই টিম। এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি।


    মঙ্গলবার রাতে কলকাতায় নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছয় এই বিশেষ টিম। টিমে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চারজন উচ্চপদস্থ কমিশন কর্মকর্তা। এদের কর্মসূচি বহু দফায় বিভক্ত। বুধবার সকাল থেকে উত্তরবঙ্গের বাইরে সব জেলার জেলাশাসক ও ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পরে তারা রাজারহাট-গোপালপুর এবং বারাসত এলাকায় যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন তারা। বিশেষ নজর রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার দিকে।

    রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এই তিন জেলাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া, বিজেপি অভিযোগ করেছে, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে, যা ভোটার তালিকায় অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষ করে বাঁকুড়া ও ঝাড়গ্রামে এ ধরনের অভিযোগ বেশি পাওয়া গেছে।

    সূত্রের খবর, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকায় থাকা অনেকের নাম ২০২৫ সালের তালিকায় নেই। কমিশনের লক্ষ্য হচ্ছে এই সব গরমিলের তদন্ত করা এবং সঠিক তথ্য যাচাই করা। রাজারহাট-গোপালপুর কেন্দ্রেও কমিশন তৎপর। সেখানে জেলা অফিসার, আইটি সেল ও ইআরও-দের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজারহাট-গোপালপুর ও রাজারহাট-নিউটাউন কেন্দ্রের সব বিএলও-দেরও সঙ্গে বৈঠক হবে। কমিশনের আধিকারিকদের সূত্রে জানা গেছে, প্রতিটি জেলায় শৃঙ্খলাপূর্ণ তদারকি নিশ্চিত করা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্য নিয়েই কমিশন এই উদ্যোগ নিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)