• জল জমে বাড়ছে ডেঙ্গি, প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৫
  • স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। ১৪০ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে দীর্ঘদিনের জল জমার সমস্যার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, বস্তিতে পুকুর বা ডোবার সংলগ্ন এলাকায় অল্প বৃষ্টিতেও হাঁটু সমান জল জমে থাকে। সম্প্রতি ভারী বৃষ্টিতে জল স্তর কোমর সমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জমে থাকা নোংরা জল থেকে ডেঙ্গি ও ম্যালেরিয়া ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।


    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা ঘিরে বারবার কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার সকালে তারা সরাসরি কাউন্সিলর মৌসুমী দাসের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কাউন্সিলরের অনুগামীদের হাতে কিছু মহিলাও নিগৃহীত হন। এক বাসিন্দা জানান, কাউন্সিলর একবার এসেছিলেন, পাম্প চালিয়ে জল বের করেছে, তারপর চলে গিয়েছেন। তাঁদের বাচ্চারা অসুস্থ হচ্ছে। কয়েকজন মহিলাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয়দের কথায়, এই কয়েকদিনের অবস্থা ভয়াবহ। বাসিন্দারা জানান, বছরের পর বছর শুধু আশ্বাসই পেয়েছেন। কোনও বাস্তব পদক্ষেপ হয়নি।

    এদিকে, কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, এই পুকুর ওয়াকফ সম্পত্তি। তাই সরাসরি সংস্কার করা যাচ্ছে না। হাইকোর্টে পুরসভার নামে একটি মামলা চলছে। পুকুর পরিস্কারের জন্য এখনও টাকা মেলেনি। এজন্য কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। পুকুরপাড়ের বাড়িগুলোতেই সমস্যা বেশি। তিনি আরও জানান, বড় কোনো ইঞ্জিনিয়ার আসবেন এবং পর্যবেক্ষণ করে সমস্যার সমাধান করা হবে।

    বাসিন্দাদের অভিযোগ, জল জমা শুধুই আবহাওয়া বা বৃষ্টির কারণে নয় বরং দীর্ঘদিনের অবহেলা ও অসম্পূর্ণ নিকাশি ব্যবস্থার ফল। জানা গেছে, স্থানীয় থানায় বাসিন্দারা এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের হুঁশিয়ারি, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)