• লোকাল ট্রেনে আসন নিয়ে বচসা, পেপার স্প্রে ছড়ালেন যাত্রী! ভাইরাল হল তরুণীর ভিডিয়ো
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৫
  • লোকাল ট্রেনে আসন না পেয়ে বচসা। আর তার জেরেই নাকি এক তরুণী সহযাত্রীদের দিকে পেপার স্প্রে ছড়িয়ে দেন। এই ঘটনার পরে সেই তরুণীকে ঘিরে ধরে বাকি যাত্রীরা বকাবাধ্য করেন। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন অমৃতা ঝিলিক নামে এক মহিলা। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও তুঙ্গে। অবশ্য ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

    ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ভিড়ে ঠাসা কামরায় এক তরুণীকে ঘিরে দাঁড়িয়ে অনেক যাত্রী। সবুজ রঙের কুর্তি পরে থাকা সেই তরুণীকে বাকি যাত্রীরা মিলে বকছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে অমৃতা ঝিলিক লিখেছেন, শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলেন সেই সবুজ কুর্তি পরিহিত তরুণী। বসে থাকা যাত্রীদের তিনি জিজ্ঞাসা করেন কে কোথায় নামবেন। তবে কাছাকাছি কারও নামার কথা ছিল না। এই আবহে সেই তরুণী নাকি পেপার স্প্রে বের করে ছড়িয়ে দেন। এর জেরে অনেক যাত্রী অসুস্থবোধ করেন। এরপর জিআরপি-কে খবর দেন যাত্রীরা। জিআরপির হাতে নাকি সেই তরুণীকে তুলে দেন বাকি যাত্রীরা।

    অমৃতা ঝিলিক নিজের পোস্টে লেখেন, 'আজ আমি একটি ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করব... এই সবুজ কুর্তি পরে থাকা মহিলাটি শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠছিলেন এবং একটি মেয়ের সাথে সিটে বসা নিয়ে তর্ক করছিলেন। সবুজ কুর্তি পরা এই মেয়েটি যখন দেখল যে তর্ক করার পরেও সে সিট পাচ্ছে না, তখন সে তার ব্যাগ থেকে একটি পেপার স্প্রে-র ক্যান বের করে মেয়েটির মুখে স্প্রে করার চেষ্টা করে। কাছে দাঁড়িয়ে থাকা একজন মহিলা তাকে তা করতে বাধা দিলে মেয়েটি রেগে যায় এবং ট্রেনের বগিতে পেপার স্প্রে ছড়িয়ে দেয়। সকলেই কাশতে শুরু করেন। তাদের গলা এবং নাক জ্বলতে থাকে। দুটি শিশু অসুস্থ বোধ করতে শুরু করে। অবশেষে সবাই মেয়েটিকে মারধর করে এবং জিআরপির হাতে তুলে দেয়। নিরাপত্তার জন্য পেপার স্প্রে ব্যবহার করা উচিত। কিন্তু এই মেয়েটি তার সীমা অতিক্রম করেছে। এই সমস্ত বাজে কাজ করার পরেও তার মধ্যে অপরাধী মানসিকতা ছিল। সে নিজেকে দোষী মনে করেনি।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)