• গাড়ি পাচার মামলায় নজরে সিনে তারকারা, একাধিক সুপারস্টারের বাড়িতে তল্লাশি ইডির
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • বিলাসবহুল গাড়ি পাচার সংক্রান্ত মামলায় একাধিক সিনে তারকার বাড়িতে নাগাড়ে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার কেরালা ও তামিলনাডুর ১৫-১৭টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালিয়েছে ইডি। তার মধ্যে দুলকার সলমন, পৃথ্বীরাজ সুকুমারন, অমিত চাকালাক্কাল এবং মামুত্তির মতো দক্ষিণ ভারতের প্রথমসারির সিনে তারকাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ভুটান থেকে বেআইনি ভাবে বিলাসবহুল গাড়ি আমদানি করার অভিযোগে তল্লাশি হয়েছে।

    ওই সিনে তারকা ছাড়াও, একাধিক গাড়ি মালিক, গাড়ির শোরুমের মালিক, গাড়ি ব্যবসার সঙ্গে যুক্তদের বাড়ি ও অন্য স্থাবর সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে ইডি। কেরালার এর্নাকুলাম, ত্রিশূর, কোঝিকোড়, মলাপ্পুরম, কোট্টায়ামে এবং তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে তল্লাশি হয়েছে। এর আগে একই মামলায় ২৩ সেপ্টেম্বরও তল্লাশি চালিয়েছিল ইডি। সে বার একসঙ্গে ৩০টি এলাকায় তল্লাশি চলেছিল। তখনও ৩ জন প্রথমসারির সিনে তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থা। ৩৬টি অতি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্তও করা হয়েছিল।

    ভুটান থেকে বেআইনি ভাবে এবং কাস্টমসকে ফাঁকি দিয়ে ভারতে অতি বিলাসবহুল গাড়ি আনার অভিযোগ উঠেছে। এছাড়াও বেআইনি ভাবে বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হয়েছে, কোয়েম্বাত্তুরের একটি অপরাধ চক্র ভুয়ো নথি তৈরি করে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং অন্য রাজ্যের ভুয়ো আরটিও নথি বানিয়ে গাড়ি পাচার করে আনে। সেগুলো একাধিক উচ্চবিত্ত ও ধনী ব্যক্তিদের কম দামে বিক্রি করা হয়েছে। সূত্রের খবর, অন্তত ২০০টি এমন গাড়ি পাচার হয়ে এসেছে। সবগুলির খোঁজ এখনও মেলেনি।

  • Link to this news (এই সময়)