• কাঠগড়ায় একাধিক সিনিয়র, আত্মঘাতী IPS-এর সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়ের বাসভবনে এক আইপিএস অফিসারের আত্মহত্যার ঘটনায় এ বার নাম জড়াল সিনিয়র পুলিশ অফিসারের। সম্প্রতি হরিয়ানার সিনিয়র আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমার চণ্ডীগড়ে সেক্টর ১১-তে তাঁর বাড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে আট পাতার একটি নোট।

    ওই সুইসাইড নোটে ১০ জন সিনিয়র অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহত অফিসার। ওই তালিকায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসারেরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতিনিয়ত মানসিক অত্যাচারের অভিযোগ করেছেন ওয়াই পূরণ কুমার। কেরিয়ার নষ্ট করার জন্য অভিযুক্তরা চক্রান্ত করেছেন বলেও সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। যদিও সেই নামের তালিকা প্রকাশ করেনি চণ্ডীগড় পুলিশ। পূরণ কুমার এর আগেও একটি বিতর্কের জন্ম দিয়েছিলেন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে চিঠি দিয়ে আইপিএস অফিসারদের প্রোমোশনের ক্ষেত্রে নিয়মভঙ্গের একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।

    পুলিশ জানিয়েছে, নিহত আইপিএস নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করে নিজেকে গুলি করেছেন। বাড়ির বেসমেন্টে তাঁর মেয়ে প্রথম দেহ দেখতে পায়। নিহত অফিসারের নাম জড়িয়েছিল একটি ঘুষ সংক্রান্ত মামলায়। এক মদ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ওই মামলা হয়েছিল। বেশ কিছুদিন আগে রোহতক পুলিশ ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেন। সেখানে ওই ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, ওয়াই পূরণ কুমারের সহযোগী সুশীল কুমার তাঁর নামে আড়াই লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। সুশীলকে গ্রেপ্তার করে পুলিশ, সেই সময়ে ওয়াই পূরণ কুমারের নামও এফআইআর-এ ওঠে। যদিও ওই এফআইআর অনলাইনে আপলোড করা হয়নি।

  • Link to this news (এই সময়)