• উৎসবের মরশুমে খড়্গপুর ডিভিশনে বাতিল আরও ১০টি ট্রেন, চরমে যাত্রী ভোগান্তি
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল নিয়ে ভোগান্তির ছবির বদল নেই। ফের খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হলো। উৎসবের মরশুমে আরও ১০টি ট্রেন বাতিল হচ্ছে বলে ঘোষণা করা হলো।

    কোলাঘাট স্টেশনের ইয়ার্ডের আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং- এর কাজের জন্য এমনিতেই ২ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৮ অক্টোবর, বুধবার খড়গপুর ডিভিশন সূত্রে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।

    চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮)

    খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪)

    খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮)

    খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬)

    উৎসবের মরশুমে গুরুত্বপূর্ণ এই ট্রেনগুলি বাতিলের ফলে দুর্ভোগ বাড়বে বলেই জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের যাত্রীরা। উন্নয়নমূলক কাজের জন্যই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে খড়্গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।

    এরই মধ্যে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে ট্রেন লেটের কারণে ব্যাপক ভোগান্তি হচ্ছে যাত্রীদের। প্রতিদিন ট্রেন লেট হওয়ায় যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনও ৩-৪ ঘণ্টা লেট হচ্ছে প্রতিদিন। দক্ষিণ-পূর্ব রেলে একাধিক দূরপাল্লার ট্রেনেও প্রতিদিন লেট হচ্ছে। ওডিশা যাতায়াতের একাধিক ট্রেনও নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছচ্ছে বলে অভিযোগ। হাওড়া-মেদিনীপুর লাইনেও লোকাল ট্রেনে প্রতিদিন কয়েক ঘণ্টা দেরিতে পৌঁছচ্ছে। খড়্গপুর জংশন থেকে হাওড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের টাটা, ওডিশার বালেশ্বর রুটের ট্রেন যাতায়াত করে। এ ছাড়াও হাওড়া-পাঁশকুড়া, হাওড়া-মেচেদা, পাঁশকুড়া-দিঘা, মেদিনীপুর-হাওড়া, খড়গপুর হাওড়া লোকাল ট্রেনও রয়েছে।

  • Link to this news (এই সময়)